» অবঃ সরকারী কর্মকর্তা আলহাজ মো. খলিলুর রহমানের রোগমুক্তি কামনা

প্রকাশিত: ২১. মে. ২০২৪ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী (সিভিল) এবং দি এইডেড হাই স্কুল সিলেটের শিক্ষানুরাগী সদস্য মো. ইসমাইলুর রহমানের পিতা মো. খলিলুর রহমান বার্ধক্যজনীত রোগে গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্যেখ্য, মো. খলিলুর রহমান সিলেটের জকিগঞ্জ উপজেলার নিয়াগুল গ্রামে ১ জানুয়ারি ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন।

বর্তমানে পনিটুলা, পল্লবী-৬৪, ব্লক-এ, সিলেটের স্থায়ী বাসিন্দা, তাঁর পিতা মৃত হাছন আলী, মাতা মৃত জয়নব বিবি। ৩ ভাই ও ২ বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ।

১৯৬২ সালে তিনি তথকালীন সরকারের ডাক ও তার (টি এন্ড টি) বিভাগের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।

১৯৮২ সালে সৌদি সরকারের আমন্ত্রনে মক্কা ও মদিনায় গিয়ে সেখানে ২ বছর অবস্থান করে সে দেশের ডাক ও তার বিভাগের উন্নয়নে ভূমিকা রেখে পুনরায় দেশে ফিরে এসে সুনামের সহিত ২০০০ সালে অবসর গ্রহণ করেন।

দেশের প্রয়োজনে অবসর জীবনে এসেও তিনি ২০০৮ সাল পর্যন্ত কাজ করে গেছেন।

২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি ফ্রান্সের অ্যালকাটেল ফোন কোম্পানীর সাথে কাজ করে বাংলাদেশ সরকারের ডিজিটাল স্বপ্ন পূরনে ভূমিকা রাখেন। তাঁর হাতে সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় ডাক ও তার বিভাগের ডিজিটাল একচেঞ্জ প্রতিষ্ঠিত হয়।

তিনি একাধারে যেমন কাজ পাগল তেমনি ছিলেন একজন শিক্ষানুরাগী। তিনি নিজ গ্রাম ও তার আসপাশের গ্রামের কয়েকজন উদ্যোগী শিক্ষানুরাগী নিয়ে তাঁর নিজ এলাকায় একটি স্কুল (বর্তমান নাম ওয়াজেদ আলী মজুমদার উচ্চ বিদ্যালয়, মুন্সিবাজার, জকিগঞ্জ) প্রতিষ্ঠা করেন।

এছাড়া মহান স্বাধীনতা সংগ্রামে নিরবে অনন্য ভূমিকা রেখেছিলেন। ১৯৭০ সালে জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহি বারঠাকুরী গ্রামের বড়বাড়ীর মরহুম আব্দুল লতিফ সাহেবের মেয়ে মনোয়ারা খানমের এর সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

উল্লেখ্য, তাঁর সহধর্মিণী গত ২৭ জুন ২০২২ সালে ইন্তেকাল করেন। সংসার জীবনে তিনি চার পুত্র ও তিন কন্যা সন্তানের জনক। সকলেই বিবাহিত।

তাঁর বড় মেয়ে জাহানারা বেগম, প্রাক্তন শিক্ষিকা।

বড় ছেলে মো. ইসমাইলুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী সিলেট সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী (সিভিল) এবং দি এইডেড হাই স্কুলের শিক্ষানুরাগী সদস্য। ২য় ছেলে মো. ইশতাকুর রহমান, মাস্টার্স (ম্যানেজমেন্ট) শেষ করে বর্তমানে আমেরিকা প্রবাসী। আরেক মেয়ে হোসনে আরা বেগম সুমি, দর্শনে মাস্টার্স করে পরে বি এড সম্পন্ন করে বর্তমানে লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজ, আটগ্রাম, জকিগঞ্জে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ৩য় ছেলে মো. এখলাছুর রহমান, ইংরেজি বিভাগে মাস্টার্স করে স্থানীয় সরকারের ইউনিয়ন সচিব হিসেবে কর্মজীবন শুরু করলেও বর্তমানে তিনি যুক্তরাজ্য প্রবাসী। ছোট ছেলে মো. হাফিজুর রহমান হিপু, হিসাব বিজ্ঞান বিভাগে মাস্টার্স করে বর্তমানে একটি প্রাইভেট ব্যাংকে কর্মরত আছেন। ছোট মেয়ে ফারজানা রহমান রুমি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স শেষ করে ঢাকার সুনামধন্য সাউথপয়েন্ট স্কুল এন্ড কলেজ এ শিক্ষকতা জীবন শুরু করেন, বর্তমানে উচ্চশিক্ষার জন্য তিনি আমেরিকা অবস্থান করছেন।

পরিবারের সবাই তাঁদের বাবার জন্য সকলের নিকট দুয়া চেয়েছেন। মহান রাব্বুল আলামীন তাঁকে পরিপূর্ণ সুস্থতা ও নেক হায়াত দান করুন।

এই সংবাদটি পড়া হয়েছে ১২৭ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31