শিরোনামঃ-

» বাংলাদেশকে ২০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

প্রকাশিত: ৩০. জুন. ২০১৬ | বৃহস্পতিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও আবাসন খাতের উন্নয়নে বাংলাদেশ সরকারকে ২টি আলাদা প্রকল্পে ২০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক।

এ লক্ষ্যে বহুজাতিক এ উন্নয়ন সহযোগী সংস্থাটির সঙ্গে বৃহস্পতিবার দুপুরে এনইসি সম্মেলন কেন্দ্রে ২টি পৃথক চুক্তি হবে।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখপাত্র মেহরিন এ মাহবুব এই তথ্য জানিয়েছেন।

এর মধ্যে একটি চুক্তি অনুসারে নিম্ন আয়ের জনগোষ্ঠীর আবাসন সহায়তা প্রকল্পের জন্য বিশ্বব্যাংক পাঁচ কোটি মার্কিন ডলার জোগান দেবে। এ প্রকল্পের লক্ষ্য বিভিন্ন পৌর এলাকায় বসবাসরত নিম্ন আয়ের ও অস্থায়ী বিভিন্ন বসতিতে বসবাসকারীদের আশ্রয় ও জীবনমানের উন্নয়ন। ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

দ্বিতীয় প্রকল্পের আওতায় দেশের স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার উন্নয়নের, বিশেষত দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিশ্বব্যাংক ১৫ কোটি মার্কিন ডলার জোগান দেবে। অতিরিক্ত এ অর্থায়ন দেশের স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ, বিশেষত প্রসূতি সেবা ও জনস্বাস্থ্য সম্পর্কিত ইস্যু এবং যক্ষ্মা মোকাবিলায় সহায়ক হবে।

 

এই সংবাদটি পড়া হয়েছে ৪১৪ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031