শিরোনামঃ-

» নব-নির্বাচিত ইউ/পি চেয়ারম্যান ও সদস্যদের শপথ অনুষ্ঠান

প্রকাশিত: ০৪. মে. ২০১৬ | বুধবার

সিলেট বাংলা নিউজঃ সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন বলেছেন, জনগণের রায়ে নির্বাচিত হয়ে নিজ নিজ ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ করতে হবে।

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বর্তমান সরকার খুব গুরুত্ব সহকারে নিয়েছে।

সরকারের ভিশন-২১ বাস্তবায়নে ডিজিটাল ইউনিয়ন গড়তে জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাহলেই প্রতিটি ইউনিয়ন ডিজিটাল ইউনিয়নে পরিনত হতে সময়ের ব্যাপার মাত্র।

তিনি ৪ মে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সিলেট সদর উপজেলার ৮টি ইউনিয়নের নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ-পরিচালক আব্দুল আহাদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশাহ, জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন।

ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন টুলটিকর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য আমিনা বেগম, সাধারণ সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের আব্দুল মছব্বির।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুহেল মাহমুদ, শাহ্পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্জালাল মুন্সি, ১নং জালালাবাদ ইউ/পি চেয়ারম্যান মো. মনফর আলী, ২নং হাটখোলা ইউ/পি চেয়ারম্যান মো. আজির উদ্দিন, ৩নং খাদিমনগর ইউ/পি চেয়ারম্যান দিলোয়ার হোসেন, ৪নং খাদিমপাড়া ইউ/পি চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, ৫নং টুলটিকর ইউ/পি চেয়ারম্যান এস এম আলী হোসেন, ৭নং মোগলগাঁও ইউ/পি চেয়ারম্যান মো. হিরন মিয়া সহ প্রতিটি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যসহ সমাজের গনমান্য ব্যক্তিবর্গ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031