শিরোনামঃ-

» সিলেটবাসীর প্রতি আরিফুল হক চৌধুরী  কৃতজ্ঞতা

প্রকাশিত: ১২. অক্টোবর. ২০২৫ | রবিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
ন্যায্য হিস্যার দাবিতে এবং সীমাহীন বৈষম্যের প্রতিবাদে, দোকানপাট বন্ধ রেখে অবস্থান কর্মসূচী ও  স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেওয়ায় সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

রোববার (১২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, সিলেটবাসী এভাবে জেগে উঠলে সিলেটের উন্নয়ন নিয়ে আর কোন বৈষম্য হবে না।

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে তিনি বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরিফুল হক চৌধুরী সিলেটের সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ, আইনজীবী সমিতির সদস্য, চিকিৎসক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বাংলাদেশ ইমাম সমিতি, মুয়াজ্জিন কল্যাণ সমিতি, বিভিন্ন মার্কেটের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দ, ব্রাহ্মণবাড়িয়া সমিতি, বৃহত্তর কুমিল্লা সমিতি, বৃহত্তর নোয়াখালী সমিতি, চট্টগ্রাম সমিতি, রংপুর সমিতি, ময়মনসিংহ সমিতি, সিলেট রামকৃষ্ণ মিশনের মহারাজি, খ্রিস্টান মিশনের বিশপ, মনিপুরী সম্প্রদায় সমিতির পুরোহিত, প্রিন্ট, ইলেকট্রনিক্স, অনলাইন সাংবাদিক, কওমী মাদ্রাসা ছাত্র শিক্ষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পরিবহন শ্রমিক, সিএনজি অটোরিকশা ব্যবসায়ী শ্রমিক নেতৃবন্দ, ক্ষুদ্র ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী, মেডিকেল টেকনোলজিস্ট,  সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী, রোটারি, লায়ন, এপেক্সিয়ান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, মুক্তিযোদ্ধা, কয়লা ব্যবসায়ী মালিক সমিতি, ব্যাংকের সিবিএ কর্মচারী, সিটি কর্পোরেশনের কর্মচারী সমিতি, জালালাবাদ গ্যাস, সিলেট গ্যাস, বিভিন্ন উপজেলা থেকে আগত জনপ্রতিনিধি, ফলমার্কেট ব্যবসায়ী, মিষ্টি ব্যবসায়ী, পুস্তক প্রকাশক ও বিক্রেতা, নার্সিং অ্যাসোসিয়েশন সদস্য সহ যে বা যারা এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

Manual6 Ad Code

আরিফুল হক চৌদুরী যাদের নাম বাদ পড়েছে তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

প্রসঙ্গত, সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল দশা, কাজে ধীরগতি, সংস্কারের নামে টালবাহানা, ভঙ্গুর রেলপথ, আকাশছোঁয়া বিমান ভাড়া, বিদ্যুতর বিপর্যয় ইত্যাদি নানা সমস্যার প্রতিবাদে দলমত নির্বিশেষে সবাই রাস্তায় নেমে আসায়।

Manual3 Ad Code

বিভিন্ন ধর্মীয়, সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ সকলের তিনি কৃতজ্ঞতা জানান।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৯ বার

Share Button

Callender

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930