শিরোনামঃ-

» আব্দুল গফফার স্মরণে সিলেট জেলা আইনজীবী সমিতির  শোক সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ০১. জুলাই. ২০২৫ | মঙ্গলবার

নিউজ ডেস্কঃ
সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) সিনিয়র আইনজীবী মো. আব্দুল গফফার এর রুহের মাগফেরাত কামনা ও স্মরণে শোকসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সদস্যবৃন্দ’র আয়োজনে বার হল নং-৩ এর ২য় তলায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শোকসভায় সিলেট জেলা আইনজীবী সমিতির সহসভাপতি আইনজীবী মো. মখলিছুর রহমানের সঞ্চালনায় ও আইনজীবী সমিতির সাবেক দুইবারের সভাপতি এটিএম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আইনজীবী একেএম সামিউল ইসলাম, সাবেক সভাপতি আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, সাবেক সভাপতি আইনজীবী এএফএম রুহুল আনাম চৌধুরী মিন্টু, বর্তমান সভাপতি আইনজীবী সারওয়ার আহমদ চৌধুরী আবদাল, বর্তমান সাধারণ সম্পাদক আইনজীবী জুবায়ের বখত জুবের, সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী মাহফুজুর রহমান, আইনজীবী গোলাম এহিয়া চৌধুরী সোহেল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী মুজিবুর রহমান মুজিব, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পিপি আইনজীবী মুহিবুর রহমান, এডিশনাল পিপি আইনজীবী আলীম উদ্দিন, সিনিয়র সদস্য আইনজীবী আব্দুল মালেক, আইনজীবী আব্দুল ওয়াদুদ,আইনজীবী রুহুল হুদা।

শোকসভায় আরও বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক আইনজীবী সাইফুর রহমান, আইনজীবী সুহেব আহমদ, আইনজীবী মুমিনুর রহমান টিটু, আইনজীবী আব্দুস সাত্তার, আইনজীবী দিলওয়ার হোসেন দিলু, আইনজীবী খালেদ জুবায়ের, আইনজীবী ইকবাল আহমদ, আইনজীবী মো. কামরুজ্জামান, আইনজীবী মো. ছিদ্দিকুর রহমান ও মরহুম আইনজীবী মো. আব্দুল গফফারের ছেলে ইমরান হাসান মিশু সহ প্রমূখ।

শোক সভায় বক্তারা এডভোকেট মো. আব্দুল গফফারের বর্ণাঢ্য জীবনী সম্পর্কে আলোচনা করেন এবং সিলেট জেলা বারে ৪৮ বছরের পেশা জীবন সম্পর্কে আবেগপ্রবণ স্মৃতিচারণ করেন।

শোকসভা শেষে এডভোকেট মো. আব্দুল গফফার এর রুহের মাগফেরাত কামনায়  দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন সিলেট জেলা জজ আদালত মসজিদের প্রধান খতিব।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট মো. বদরুল আলম শিপন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭১ বার

Share Button

Callender

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031