শিরোনামঃ-

» বিএনপি সত্যিকারের দেশপ্রেমিক ও গণতান্ত্রিক দল : মিজান চৌধুরী

প্রকাশিত: ২১. মার্চ. ২০২৫ | শুক্রবার

ছাতক ভাতগাঁও ইউনিয়নে বিএনপি অঙ্গ-সংগঠনের ইফতার

ছাতক প্রতিনিধিঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, বিএনপি সত্যিকারের দেশপ্রেমিক ও গণতান্ত্রিক দল।
ফ্যাসিবাদী সরকারের সীমাহিন জুলুম-নিপীড়ন উপেক্ষা করে গত ১৬টি বছর বিএনপি ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সংগ্রাম করেছে।
বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে।
ফ্যাসিস্টের পতনের পর দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। সংস্কার একটি চলমান ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। টেকসই সংস্কারের জন্য গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। তাই দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের শাসনব্যবস্থা গণতান্ত্রিক ধারায় ফিরে আনতে হবে।
তিনি শুক্রবার (২১ মার্চ) ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গউছ উদ্দিনের সভাপতিত্বে ও বিএনপি নেতা এস এম সমরু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি-যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন, উপজেলা যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু হুরায়রা সুরত, উপজেলা বিএনপির সদস্য আবু সুফিয়ান, এনামুল হক, এড. আব্দুল আহাদ, হাফিজুর রহমান, ছাতক উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক রশিদ আহমদ, সিলেট মহানগর বিএনপির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলী আমজদ, মহানগর বিএনপির সাবেক সদস্য আনোয়ার হোসেন ময়না, ছাতক উপজেলা বিএনপি নেতা সাদিকুর রহমান সাদিক, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক রাহেল আহমদ প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930