শিরোনামঃ-

» বঙ্গবীর ওসমানীর আদর্শকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে : আলহাজ্ব আতাউর রহমান

প্রকাশিত: ১১. ফেব্রুয়ারি. ২০২৫ | মঙ্গলবার

নিউজ ডেস্কঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সভাপতি আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বঙ্গবীর ওসমানীর আদর্শকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

আমাদের স্বাধীনতার মহানায়কদের সম্পর্কে না জানতে বর্তমান প্রজন্ম পরিপূর্ণভাবে দেশপ্রেমিক হতে পারবে না।

তিনি বলেন, জেনারেল এমএজি ওসমানী মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে মাত্র ৯ মাসে লাল-সবুজের পতাকাসম্বলিত বাংলাদেশ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি সারা বাংলাদেশর প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও চিত্রাংকন প্রতিযোগিতার পরীক্ষা নিয়ন্ত্রক এম এ মতিন, দৈনিক সমকালের সিলেট অফিসের স্টাফ রিপোর্টার সাংবাদিক ফয়সল আহমদ বাবলু, সংগঠনের যুগ্ম সম্পাদক মো. খালেদ মিয়া, প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু, আব্দুল ওয়াদুদ, মহিলাবিষয়ক সম্পাদক শিরিন চৌধুরী, সাহেদা বেগম প্রমুখ।

আগামী ১৬ ফেব্রুয়ারি জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে বিকাল ৩টায় এ চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারীদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে। এতে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৩ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930