- ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইলিয়াছ এর পরিবারে পক্ষ থেকে ঈদের কাপড় বিতরণ
- শতাধিক পরিবহন শ্রমিকদের মধ্যে নিসচার সিলেট জেলা শাখার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
- দরগাহ-মহল্লায় শাহজালাল ইয়ুথ ফোরামের ঈদ উপহার বিতরণ
- নূর উদ্দিন সফিকুন নেছা ফাউন্ডেশনের ইফতার বিতরণ
- গোলাপগঞ্জ শরীফগঞ্জে বিএনপি অঙ্গ-সংগঠনের ইফতার
- বিএনপি সবসময় জনতার অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে : এমদাদ হোসেন চৌধুরী
- তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ
- মীরবক্সটুলায় নার্সদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন
- জনসাধারণের মধ্যে সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের ইফতার বিতরণ
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশ জাসদ সিলেট জেলা ও মহানগরের শ্রদ্ধা
» নভোথিয়েটারের উদ্যোগে এস্ট্রো বিজ্ঞান মেলা ২০২৫ আয়োজনের লক্ষ্যে মতবিনিময় সভা
প্রকাশিত: ০৮. ফেব্রুয়ারি. ২০২৫ | শনিবার

বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর প্রজন্ম গড়ে তুলতে বিজ্ঞান মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : অতিরিক্ত সচিব মো. নূরুল আলম
নিউজ ডেস্কঃ
নভোথিয়েটার, ঢাকা-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. নূরুল আলম বলেছেন, বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তি নির্ভর সৃষ্টিশীল প্রজন্ম গড়ে তুলতে বিজ্ঞান মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্কুল-কলেজের শিক্ষার্থীদেরকে যদি বিনোদনের মাধ্যমে আকর্ষণ সৃষ্টি করে যদি বিজ্ঞান শেখানো যায় এবং তাদেরকে উদ্বুদ্ধ করা যায়, তবে তারা ভবিষ্যতে বিজ্ঞানী হতে পারবে। তাঁদের মৌলিক ও নিজস্ব আবিষ্কারকে তুলে আনতে বিজ্ঞান মেলা কার্যকর ভূমিকা রাখবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন নভোথিয়েটার, ঢাকা-এর উদ্যোগে সিলেটে এস্ট্রো বিজ্ঞান মেলা ২০২৫ আয়োজনের লক্ষ্যে স্থানীয় প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা এবং সুধীসমাজের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সিলেট সিটি কর্পোরেশনের কনফারেন্স হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিমিয় সভায় সিলেটের বিভিন্ন স্কুল, কলেজ-বিশ^বিদ্যালয়ের শিক্ষক এবং সুধী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সিলেট এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার আব্দুল বাছিতের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় বক্তব্য দেন, নভোথিয়েটার-এর পরিচালক নায়মা ইয়াসমিন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ারুজ্জামান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, সিলেট কৃষি বিশ্বিবদ্যালয়ের অধ্যাপক ড. সুলতান আহমদ টিপু, এমসি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম, এমসি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোদাব্বির হোসেন, সিলেট সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আজাদ-উর-রহমান, সিলেট জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল ওয়াদুদ, দক্ষিণ সুরমা লতিফা শফি চৌধুরী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শেখ আব্দুর রশিদ, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. গোলাম রব্বানী, ব্লু বার্ড হাইস্কুল অ্যান্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাধব রঞ্জন রায়, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশাদ, সিলেট জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার তোফায়েল আহমেদ চৌধুরী, লাক্কাতুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জহুর আহমদ, সৈয়দ কুতুব জালাল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালিক, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফৌজিয়া আক্তার, সরকারি অগ্রগামী বালিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেজাউল করিম, আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ কুমার পাল প্রমুখ।
মতবিনিময় সভায় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন, নভোথিয়েটার এর উপপরিচালক এবাদত হোসেন।
সভায় বক্তারা সিলেটে নভোথিয়েটার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। এছাড়া আগামী এপ্রিল মাসে সিলেটের কৃষি বিশ্বিবদ্যালয় অথবা এমসি কলেজে তিন দিনব্যাপী এস্ট্রো বিজ্ঞান মেলা আয়োজনের ব্যাপারে সুপারিশ প্রদান করেন বক্তারা।
উক্ত বিজ্ঞান মেলায় গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড, উপস্থিত বক্তৃতা ও বিখ্যাত বিজ্ঞানীদের আবিষ্কার ও অবদান সম্পর্কে বিজ্ঞান আড্ডা অনুষ্ঠিত হবে। এতে সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
শুরুতে গত ২০২৪ এর নভেম্বর মাসে চট্টগ্রামে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এস্ট্রো বিজ্ঞান মেলা সম্পর্কিত ভিডিও উপস্থাপন করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৯০ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- গোয়াইনঘাটে সোহরাব আলী স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ
- সিলেটে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল দেশের ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলেছিলেন কোকো
- পবিত্র মাহে রামাদান উপলক্ষ্যে সুবিধাবঞ্চিতদের মাঝে জমজম বাংলাদেশ’র খাদ্য সামগ্রী বিতরণ
- বঙ্গবীর ওসমানীর আদর্শকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে : আলহাজ্ব আতাউর রহমান