শিরোনামঃ-

» এসএসসি-৯৬ ব্যাচের উদ্যোগে সিলেটে পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭. ফেব্রুয়ারি. ২০২৫ | শুক্রবার

নিউজ ডেস্কঃ
আনন্দ, উচ্ছ্বাস ও পুরনো দিনের স্মৃতিচারণের মধ্য দিয়ে সিলেটে অনুষ্ঠিত হলো এসএসসি-৯৬ ব্যাচের পুনর্মিলনী। ব্যাচের সাবেক শিক্ষার্থীদের এই মিলনমেলা হয়ে উঠেছিল স্মৃতিবিজড়িত এক আনন্দঘন উৎসব।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় অনুষ্ঠিত সিলেটের এডভেঞ্চার ওয়ার্ল্ডে আয়োজিত এই পুনর্মিলনীতে দেশের ও বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের একসঙ্গে পেয়ে হাসি-আড্ডায় মেতে ওঠেন সবাই।

এসএসসি-৯৬ ব্যাচের আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়, বরং বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার এক মহৎ প্রয়াস। তারা ভবিষ্যতেও এমন মিলনমেলার আয়োজন করার আশা প্রকাশ করেন। সকলের অংশগ্রহণ ও উৎসাহে সফলভাবে সম্পন্ন হয় এসএসসি-৯৬ ব্যাচের পুনর্মিলনী।

এ আয়োজন সবার মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে আশা করা যায়। ব্যাচের শিক্ষার্থীরা তাদের স্কুলজীবনের স্মৃতি তুলে ধরে আবেগঘন মুহূর্ত তৈরি করেন।

দেশের প্রখ্যাত শিল্পী শ্রীমঙ্গলের নিত্যালয়ের শিল্পীরা নাচ পরিবেশন করেন এবং গান পরিবেশণ করেন ফোক শিল্পী আশিকুর রহমান আশিক, উপমা তালুকদাসহ ব্যাচ-৯৬ এর পরিমল রায়, ইয়ামিত, প্রখ্যাত শিল্পী গালিব হাসান। এই সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

অনুষ্ঠানের শেষ অংশে আকর্ষণীয় র‌্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়।

ফাল্গুনী তুলী, পরিমল রায়, দেবাশিষ রায়, কাওসার আহমদ রুমেল, সিদ্দিকুর রহমানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান সমন্বয়ক সৈয়দ জাফর সাদিক এসএসসি -৯৬ ব্যাচের আহ্বায়ক রাজীব দাস, সদস্য সচিব বিশ্বরূপ রায়, শাহ আলম, দৈনিক যুবভেরী পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার রায়হান উদ্দীন।

এসএসসি -৯৬ ব্যাচের অনুষ্ঠানে ১০ জন চেয়ারম্যান ও ২ উপজেলা চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

এছাড়াও ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, প্রশাসনের কর্মকর্তাসহ নানা শ্রেণি পোশার এসএসসি -৯৬ ব্যাচের প্রায় সহস্রাধিক বন্ধুরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২টি সেবামূলক প্রতিষ্ঠানকে এসএসসি -৯৬ ব্যাচের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবুল কাশেম ও গীতা পাঠ করেন বিশ্বরূপ রায়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31