শিরোনামঃ-

» বিএনপি ক্ষমতায় এলে মানসম্পন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে : ইমদাদ চৗধুরী

প্রকাশিত: ০৬. ফেব্রুয়ারি. ২০২৫ | বৃহস্পতিবার

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রান্তিক জনগোষ্টির জন্য মানসম্পন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখায় ২৬তম ধারায় স্বাস্থ্যখাত সংস্কারের প্রস্তাব করা হয়েছে। এই ধারা অনুযায়ী বিএনপি সবার জন্য স্বাস্থ্য এই নীতির ভিত্তিতে উন্নত কল্যাণকামী রাষ্ট্রে বিদ্যমান ব্যবস্থার আলোকে সকলের জন্যে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহন করা হবে।
এসময় তিনি বলেন, ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজ এন্ড স্কুল এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস পেয়ে উত্তীর্ণ হবে তাদের সবাইকে আমার পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে।
প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না তিনি নিজের হাতে শিশুদের রক্ত গ্রুপ নির্ণয় করেন এবং সব ছাত্র ছাত্রীর লেখাপড়া খোঁজ খবর নেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজ এন্ড স্কুলে গোল্ডেন ড্রিম ব্লাড ডোনেট অর্গানাইজেশন উদ্যোগে শিক্ষার্থীদে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গোল্ডেন ড্রিম ব্লাড ডোনেট অর্গানাইজেশন সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও উদয় সমাজ কল্যাণ সংস্থার মহিলা বিষয়ক সম্পাদক নাসরীন আক্তারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজ এন্ড স্কুল প্রিন্সিপাল নুরজাহান আক্তার লাকী, তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নুরুল ইসলাম খান নজরুল, সাধারণ সম্পাদক মো মুহিবুর রহমান রানা, মহানগর যুবদল সহ সাধারণ সম্পাদক সজিবুর রহমান রুবেল, তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি আব্দুল হাফিজ খান শামীম, শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক মো মুসা, স্বাস্থ্য বিষয় সম্পাদক মোসলেহ উদ্দিন, শহীদুর রহমান জুয়েল, হোসেন খান ইমাদ, মহানগর যুবদল সহ ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ইমন আহমদ, রক্তের অনুসন্ধানে আমরা এর প্রতিষ্ঠাতা তারেক আহমদ, গাজী শাহারিয়া, আল শিফা অরগানাইজেশন প্রতিষ্ঠাতা সুলতানা লস্কর প্রমূখ

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31