শিরোনামঃ-

» সিলাম পিএল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ ও ক্রীড়া সপ্তাহ’র উদ্বোধন

প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০২৫ | সোমবার

নিউজ ডেস্কঃ
সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল।

সোমবার (২৭ জানুয়ারি) সিলাম পি এল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা এবং শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্কুলের সিনিয়র শিক্ষক কাজী লুৎফর রহমানের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জয়নুল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এডহক কমিটির সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল, প্রবাসী কমিউনিটি নেতা জুবেল খন্দকার, যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি এবং লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবেদ রাজা, বিদ্যালয়ের বিদায়ী এডহক কমিটির সদস্য আবুল হোসেন বখত, শামীম আহমদ, তাজুল ইসলাম জনি, পান্না বেগম, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আক্তার হোসেন, বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রেজাউল ইসলাম, মোছা. জেবুন্নাহার বেগমসহ প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের নতুন কমিটির সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শেষে বিদায়ী কমিটির সদস্যবৃন্দকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। ওই সময় সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এডহক কমিটির সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল ও অন্যান্য অতিথিবৃন্দ।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক মো. মঈনুল ইসলাম এডহক কমিটির অনুমোদন প্রদান করেন। ৩৭.১৪.৯১০০.৪০০.৬৩.০০৫.২৫.৮ স্মারকে সিলেট শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. মঈনুল ইসলাম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, “বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪”এর ৬৪- ধারানুযায়ী নিম্নলিখিত সদস্য সমন্বয়ে গঠিত বিদ্যালয়ের এডহক কমিটিকে অনুমোদন দেয়া হলো।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৯ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31