শিরোনামঃ-

» দৈনিক খবরের কাগজের পাঠক সংগঠন ‘বন্ধুজন’ সিলেট শাখার কমিটি গঠন

প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০২৫ | সোমবার

নিউজ ডেস্কঃ
দৈনিক খবরের কাগজের পাঠক সংগঠন ‘বন্ধুজন’-এর সিলেট কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টায় সিলেটের বারুদখানাস্থ সিলেট জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এক বৈঠকে এই কমিটি গঠন করা হয়।

আর.টি.এম.আই নার্সিং কলেজের শিক্ষার্থী মনোয়ার পারভেজকে সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুধীর খীসাকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

‘বন্ধুজন’ সিলেট সম্মানিত পাঁচজন উপদেষ্টা হলেন, এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) নির্বাহী পরিচালক ও সমাজকর্মী লক্ষ্মীকান্ত সিংহ, ব্যবসায়ী শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী লিটন চৌধুরী, খবরের কাগজের সিলেট ব্যুরো প্রধান উজ্জ্বল মেহেদী, খবরের কাগজের সিলেট ব্যুরো নিজস্ব প্রতিবেদক শাকিলা ববি।

কমিটির অন্যরা পদধারীরা হলেন, সহ সভাপতি মো. জুবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক লাবিবা যাহিন হাফসা, সাংগঠনিক সম্পাদক বিশাল দে বৃত্ত, দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ, অর্থ সম্পাদক জয়দেব রায়, মানবসম্পদ বিষয়ক সম্পাদক কামরুন্নাহার কলি, নারী বিষয়ক সম্পাদক রুপশ্রী রাণী দাশ, যোগাযোগ ও প্রচার সম্পাদক অর্পিতা রানী দাস, সাহিত্য, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক অনুপ্রমা পাল প্রমা, সাংস্কৃতিক সম্পাদক অর্শি রুদ্র পাল, পরিবেশ দুর্যোগ ও ত্রাণ সম্পাদক অথৈ বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ঐশী তুষ্টি দাস, সমাজ কল্যাণ সম্পাদক হাবিবা যাহিন লিবা, প্রশিক্ষণ সম্পাদক সাইমা রহমান স্বর্ণা, ক্রীড়া সম্পাদক সুপ্রা রুদ্র পাল, সদস্য নির্বাণ জনি, শিবানী পাল, অঞ্জু পাল, সুকান্ত বিশ্বাস, সুস্মিতা বিশ্বাস, তিথি বিশ্বাস।

খবরের কাগজের সিলেট ব্যুরোর নিজস্ব প্রতিবেদক শাকিলা ববির পরিচালনায় কমিটি ঘোষণা করে ‘বন্ধুজন’ সিলেটের উপদেষ্টা লক্ষ্মীকান্ত সিং।

এসময় উপস্থিত ছিলেন, খবরের কাগজের সিলেট ব্যুরোর ফটো সাংবাদিক মামুন হোসেন, পরিবেশ কর্মী শাহ সিকান্দার আহমদ শাকির, নারী উদ্যোক্তা শামছুন্নাহার সোমা, ব্যবসায়ী মওদুদ আহমদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৩ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31