শিরোনামঃ-

» হযরত শাহজালাল (রহ.) তাওহিদি কাফেলার মতবিনিময় সভা

প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০২৫ | সোমবার

পুণ্যভুমি সিলেটে কোন ভাস্কর্য-ম্যুরাল মেনে নেয়া হবেনা

নিউজ ডেস্কঃ
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল অপসারনের লক্ষ্যে রোববার রাতে জিন্দাবাজারস্থ নিউ গ্রান্ড হোটেলে এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হযরত শাহজালাল (রহ.) তাওহিদি কাফেলার উদ্যোগে অনুষ্ঠিত সভায় সিলেটের প্রতিনিধিত্বশীল উলামায়ে কেরাম, রাজনৈতিক, সামাজিক, ছাত্র ও ইমাম সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

তাওহিদি কাফেলার আহ্বায়ক মাওলানা মুশতাক আহমদ খানের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, হযরত শাহজালাল (রহ.) শিরক উৎখাতে পূণ্যভূমি সিলেট এসেছিলেন। পবিত্র এ ভূমিতে কোন ভাস্কর্য-ম্যুরাল মেনে নেয়া হবেনা।

বক্তারা আরো বলেন, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল অপসারণে বারবার জেলা প্রশাসকের নিকট দাবি জানানো হয়েছে কিন্তু জনদাবী বারবার উপেক্ষা করা হচ্ছে। প্রশাসনের এই গড়িমসি সিলেটের তাওহিদি জনতা মেনে নেয়া হবেনা।

সভায় ম্যুরাল অপসারনের লক্ষ্যে আগামী ৩১ জানুয়ারি শুক্রবার বাদ জুম্মা সিলেট কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়া হয়। সমাবেশ সফলে চার দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও প্রচারণার কর্মসুচী নেয়া হয়।

তাওহিদি কাফেলার সদস্য সচিব মাওলানা শাহ মমশাদ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালি, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাওলানা মাহমুদুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, সিলেট মহানগর কওমী মাদরাসা ঐক্য পরিষদের সমন্বয়ক হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা মাওলানা রফিকুল ইসলাম মুশতাক, মুফতি রশিদ আহমদ, মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরী, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, মাওলানা ইমাদ উদ্দিন, মাওলানা এহসান উদ্দিন, সিলেট জেলা কৃষকদলের আহবায়ক জকিগঞ্জের সাবেক মেয়র ইকবাল আহমদ তপাদার, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ছাদিকুর রহমান ছাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এডিশনাল পিপি কামাল হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিয়ানাহ ট্রাস্ট্রের সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, তরুণ দাঈ ও আলোচক মাওলানা আব্দুল্লাহ মানসুর, সিলেট মহানগর বিএনপির সদস্য মতিউর রহমান শিমুল, সিলেট জেলা শ্রমিকদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ময়নুল ইসলাম অপু চৌধুরী, জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সিলেট মহানগর শাখার সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভুঁইয়া, জেলা ব্যবসায়ী দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চঞ্চল, শ্রমিক দলের সিলেট বিভাগীয় সদস্য সানুর আহমদ, সিলেট মহন মোহন কলেজ ছাত্রদল সভাপতি আফজল হোসেন, ছাত্রনেতা এ এম সাইদ, ছাত্রনেতা জুয়েল আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31