- দক্ষিণ সুরমায় তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
- ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইলিয়াছ এর পরিবারে পক্ষ থেকে ঈদের কাপড় বিতরণ
- শতাধিক পরিবহন শ্রমিকদের মধ্যে নিসচার সিলেট জেলা শাখার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
- দরগাহ-মহল্লায় শাহজালাল ইয়ুথ ফোরামের ঈদ উপহার বিতরণ
- নূর উদ্দিন সফিকুন নেছা ফাউন্ডেশনের ইফতার বিতরণ
- গোলাপগঞ্জ শরীফগঞ্জে বিএনপি অঙ্গ-সংগঠনের ইফতার
- বিএনপি সবসময় জনতার অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে : এমদাদ হোসেন চৌধুরী
- তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ
- মীরবক্সটুলায় নার্সদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন
- জনসাধারণের মধ্যে সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের ইফতার বিতরণ
» সিলেটে আন্তর্জাতিক কাস্টস দিবস পালিত
প্রকাশিত: ২৬. জানুয়ারি. ২০২৫ | রবিবার

আত্মনির্ভরশীল জাতি গঠনে ও রাজস্বের আহরণে কাস্টমসের ভূমিকা গুরুত্বপূর্ণ : কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী
নিউজ ডেস্কঃ
বিজিবি সিলেট সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী বলেছেন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, দেশজ শিল্পের সংরক্ষণ, রাষ্ট্রীয় ও সামাজিক নিরাপত্তা রক্ষা, আত্মনির্ভরশীল জাতি গঠনে, রাজস্বের আহরণে কাস্টমসের ভূমিকা গুরুত্বপূর্ণ। শুধুমাত্র রাজস্ব আহরণে নয়, আমদানি রপ্তানি নিরাপত্তায়ও কাস্টমসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশ কাস্টমস এখন রাজস্ব আদায়ের পাশাপাশি রাষ্ট্রীয় নিরাপত্তায় ঝুঁকি, যাত্রীসেবা, আন্তর্জাতিক জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন, চোরাচালান প্রতিরোধ, জনস্বাস্থ্য সুরক্ষা, জীব ও বৈচিত্র্যে পরিবেশ ভারসাম্য রক্ষা, বাণিজ্য সহজীকরণ ও বিনিয়োগ বৃদ্ধি, দেশীয় শিল্পের বিকাশ ও রপ্তানি উন্নয়ন ও আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনয়ন সর্বোপরি আন্তর্জাতিক বাণিজ্যে দেশীয় অবস্থান সুসংহতকরণ ও স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে।
আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৫ উপলক্ষ্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের উদ্যোগে রোববার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় রোজভিউ হোটেল, সিলেটে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
“কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা প্রগতি” এ স্লোগানে আয়োজিত এবারের কাস্টমস দিসব উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট।
সেমিনারে সভাপতিত্ব করেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার মো. তাসনিমুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি (ভারপ্রাপ্ত) ফয়েজ হাসান ফেরদৌস। সেমিনারে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের যুগ্ম-কমিশনার মো. মিজানুর রহমান ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের অতিরিক্ত কমিশনার রেজভী আহম্মেদ।
উল্লেখ করেন, ২০২৫ সালের আন্তর্জাতিক কাস্টমস দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে Customs Delivering and Its Commitment to Efficiency, Security and Prosperity অর্থাৎ “কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা নিরাপত্তা প্রগতি”। বাংলাদেশ কাস্টমস বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আন্তর্জাতিক কাস্টমস দিবস, ২০২৫ উদযাপন করছে।
বিশ্ব বাণিজ্যের উন্নয়ন সহজীকরণ, সরলীকরণ, উদারীকরণ এবং কার্যকর সীমান্ত ব্যবস্থাপনার লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এই দিবস পালন করা হয় এবং General Agreement on Tariffs and Trade (GATT) সংক্রান্ত নীতিমালা বিশ্লেষণের লক্ষ্যে ১৯৪৭ সালে ১৩টি ইউরোপিয়ান দেশ কর্তৃক একটি স্টাডি গ্রুপ তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্তের আলোকে Customs Co-operation Council (CCC) গঠিত হয়।
এর প্রথম আন্তর্জাতিক সভা ১৯৫৩ সালের ২৬ জানুয়ারি ব্রাসেলসে অনুষ্ঠিত হয়। এই সংস্থাটি ১৯৯৪ সালে World Customs Organization (WCO) নামে আত্মপ্রকাশ করে। Customs Co-operation Council এর প্রথম সভার দিনটিকে স্মরণীয় করে রাখার অভিপ্রায়ে ২০০৯ সাল হতে প্রতি বছর ২৬ জানুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত হচ্ছে।
সেমিনারে বিশেষ অতিথি দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি (ভারপ্রাপ্ত) ফয়েজ হাসান ফেরদৌস উল্লেখ করেন যে, কাস্টমস ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির সফল প্রয়োগ, আধুনিক ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা, উদ্ভাবনী পদ্ধতির প্রয়োগ এবং আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অংশীজনের পারস্পরিক মিথষ্ক্রিয়ায় বৈশ্বিক করোনার প্রভাবকে মোকাবেলা করে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গঠনে কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
কাস্টমস তথা রাজস্ব বিভাগ তার সামগ্রিক প্রচেষ্টায় অর্থনীতির ক্ষতি পুষিয়ে নতুনভাবে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও বৃদ্ধি এবং টিকে থাকার লড়াইয়ের মাধ্যমে টেকসই সাপ্লাই চেইন ব্যবস্থা নিশ্চিত করবে।
এছাড়া বিশেষভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর গুরুত্ব আরোপ করে বলেন ভবিষ্যৎ কাস্টমস আধুনিকায়নে এবং বাণিজ্য সহজীকরণে কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভাপতি নতুন বাংলাদেশ ও টেকসই অর্থনীতি বিনির্মাণে ও দেশের জনগণকে সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ কাস্টমস-এর কতিপয় উল্লেখযোগ্য কার্যক্রম উল্লেখ করেন।
এ সকল কার্যক্রমের মধ্যে দেশীয় শিল্পের বিকাশ, বৈদেশিক বিনিয়োগে উৎসাহিতকরণ, রপ্তানি উন্নয়ন ও নির্বিঘ্নকরণ, বাণিজ্য সহজীকরণ: বাণিজ্য সহজীকরণের জন্য- ASYCUDA World, Time Release Study (TRS) পরিচালনা, National Single windwo (NSW), Authorized Economic Operator (AEO), E-payment, E-Auction, Advance Ruling, Pre-Arrival Processing (PAP) ইত্যাদি উল্লেখযোগ্য।
পরিশেষে সভার সভাপতি সেমিনারে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৬ বার
সর্বশেষ খবর
- দক্ষিণ সুরমায় তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
- ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইলিয়াছ এর পরিবারে পক্ষ থেকে ঈদের কাপড় বিতরণ
- শতাধিক পরিবহন শ্রমিকদের মধ্যে নিসচার সিলেট জেলা শাখার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
- দরগাহ-মহল্লায় শাহজালাল ইয়ুথ ফোরামের ঈদ উপহার বিতরণ
- নূর উদ্দিন সফিকুন নেছা ফাউন্ডেশনের ইফতার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- গোয়াইনঘাটে সোহরাব আলী স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ
- সিলেটে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল দেশের ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলেছিলেন কোকো
- পবিত্র মাহে রামাদান উপলক্ষ্যে সুবিধাবঞ্চিতদের মাঝে জমজম বাংলাদেশ’র খাদ্য সামগ্রী বিতরণ
- বঙ্গবীর ওসমানীর আদর্শকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে : আলহাজ্ব আতাউর রহমান