শিরোনামঃ-

» চাঁদনীঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

প্রকাশিত: ২০. জানুয়ারি. ২০২৫ | সোমবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটের দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত  ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘর পরিদর্শন করছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

সোমবার (২০ জানুয়ারি) এ মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সহমর্মিতা জানাতে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা এবং জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন এবং তাদের এই কঠিন সময়ে মনোবল ধরে রাখার আহ্বান জানান।

Manual5 Ad Code

নেতৃবৃন্দ বলেন, অগ্নিকাণ্ডে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা আমাদের হৃদয়ে গভীর আঘাত হেনেছে। আমরা সরকারের কাছে দাবি করছি, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়।

তারা আরও বলেন, ব্যবসায়ী সম্প্রদায় সবসময় একে অপরের পাশে থাকে। আপনাদের ক্ষতি পুষিয়ে উঠতে আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টা থাকবে। নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডের ঘটনাগুলো রোধে প্রয়োজনীয় অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।

ব্যবসায়ী এলাকাগুলোতে নিয়মিত অগ্নি-নিরাপত্তা পরিদর্শনের ব্যবস্থা করা এবং ফায়ার সার্ভিসের কার্যক্রম আরও সক্রিয় করার আহ্বান জানান তারা।

ব্যবসায়ীরা জানান, আগামী কয়েকদিনের মধ্যে ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা এবং জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হবে।

Manual4 Ad Code

ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর পরিদর্শনকালে উপস্থিত বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, দোকান মালিক সমিতি সিলেট জেলার যুগ্ম মহাসচিব আব্দুল হাদী পাবেল, সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম, যুগ্ম সাংগঠনিক সচিব মীর মো. জাকারিয়া, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি নুরুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মো. লায়েক মিয়া, অর্থ সম্পাদক মো. কয়ছর আলী, দোকান মালিক সমিতির সদস্য হোসাইন আহমদ লস্কর, বিশিষ্ট ব্যবসায়ী মো. আছাদুজ্জামান রনি, দুলাল আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৫৮ বার

Share Button

Callender

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031