শিরোনামঃ-

» আরএইচস্টেপ আলোরধারা পাঠাশালার স্বাস্থ্য মেলা ও আলোচনা সভা

প্রকাশিত: ৩০. ডিসেম্বর. ২০২৪ | সোমবার

শরীর ও মনকে সুস্থ্য রাখতে নিয়মিত সুষম খাদ্য গ্রহণের পাশাপাশি শরীরচর্চা করতে হবে : জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ

ডেস্ক নিউজঃ
সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোহাম্মদ ওয়াদুদ বলেছেন, স্বাস্থ্য আমাদের জীবনের অমূল্য সম্পদ। আমাদের শরীর ও মনকে সুস্থ্য রাখতে নিয়মিত সুষম খাদ্য গ্রহণের পাশাপাশি পর্যাপ্ত শরীরচর্চা করতে হবে। শরীর অসুস্থ্য থাকলে মনও ভালো থাকে না। তাই স্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিয়ম মেনে চলতে হবে।

তিনি বলেন, ভালো শিক্ষার মাধ্যমে ভালো মানুষ হওয়া যায়। শিক্ষার্থীদের জ্ঞানের মাধ্যমে নিজেদের গড়ে তুলে সমাজকে আলোকিত করতে হবে। শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি নিয়মিত নিজেদের শরীরের যত্ন নিতে হবে।

তিনি আরো বলেন, প্রতিবছর স্বাস্থ্যমেলার মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করে তুলছে আরএইচস্টেপ আলোরধারা পাঠাশালা। আরএইচস্টেপ আলোরধারা পাঠাশালার ভূয়সী প্রশংসা করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য তিনি কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

তিনি সোমবার (৩০ ডিসেম্বর) শহরতলীর বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আরএইচস্টেপ আলোরধারা পাঠাশালার আয়োজনে স্বাস্থ্য মেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আহম্মদ আলী’র সভাপতিত্বে ও আরএইচস্টেপ আলোরধারা পাঠাশালার ইয়ুথ অফিসার ফিলিপ সমদ্দার এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিশারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য, আরএইচস্টেপ আলোরধারা পাঠাশালার ইউনিট ম্যানেজার নিহার রঞ্জন দাস, হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মহিউদ্দিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আলোরধারা পাঠাশালার জুনিয়র ইয়ুথ অফিসার হামিদা আক্তার হিমু, সিনিয়র কাউন্সিলর আম্মাতুল সালাম, আলোর ধারার কম্পিউটার শিক্ষক মাসসুদুল ইসলাম সুনম, ইয়োথ অ্যাডভোকেট আলামিন, স্মৃতি, রিয়া, জয়শ্রী, হাদি সিফাত, তজুমুল হক, বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মো. আজিজুর রহমান, শিক্ষক আফিয়া বেগম, দুলাল চন্দ্র বিশ্বাস, বিজয় লক্ষ¥ী দাস, জয়নব রাজিয়া, জাহিদুল ইসলাম, শিপ্রা ভট্টাচার্য প্রমুখ।

স্বাস্থ্য মেলায় বিভিন্ন স্কুলের ৩০০ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। স্বাস্থ্য মেলায় ৮টি স্টলে স্বাস্থ্য সেবার বিভিন্ন উপকরণ প্রদর্শন করে শিক্ষার্থীরা।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৭ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31