শিরোনামঃ-

» সংস্কার সম্পন্ন করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন : বাম গণতান্ত্রিক জোট

প্রকাশিত: ২৮. ডিসেম্বর. ২০২৪ | শনিবার

ডেস্ক নিউজঃ
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার একসভা শনিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় জিন্দাবাজারস্হ বাসদ (মার্কসবাদী) জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা। জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন,  সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাশ,বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন,চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেটের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাসুমা খানম,বাসদ (মার্কসবাদী) নেতা অজিত রায়, পিনাক রঞ্জন দাস, বুশরা শাইল, মিছবা খান প্রমূখ।

সভায় কমরেড মাসুদ রানা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ ও পলায়নের পর থেকে থেকে গঠিত অন্তবর্তীকালীন সরকার প্রায় ৫মাস অতিক্রান্ত হলে চললেও এখনো নিত্যপণ্যের দাম কমানো,আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেননি। যতই সময় যাচ্ছে  সংকট তীব্র হচ্ছে।

কমরেড মাসুদ রানা বলেন,  সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অভ্যন্তরেও যে পরিকল্পিত অসন্তোষ ও অরাজকতা তৈরি করা হচ্ছে তার বিষময় প্রভাব সমাজের দীর্ঘদিনের গণতান্ত্রিক সংস্কৃতি ধ্বংস করবে। যেকোন ধরনের সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে সরকারের জরুরি উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

দেশের প্রধান সমস্যা শোষণ ও বৈষম্য। এর প্রভাবে শ্রমিক-কৃষক, ছাত্র-নারী সকলের জীবন বিপর্যস্ত। ফ্যাসিবাদী শাসন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ যখন গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের সংগ্রাম করছে তখন সাম্প্রদায়িক সংঘাত গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করবে, ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিপন্ন করবে এবং দেশের জনগণের ঐক্য ও সংহতিকে বিনষ্ট করবে।

কমরেড মাসুদ রানা দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728