শিরোনামঃ-

» সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে আনা হোক : মিফতাহ সিদ্দিকী

প্রকাশিত: ০৮. অক্টোবর. ২০২৪ | মঙ্গলবার

নিউজ ডেস্কঃ
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মানুষের নয়নের মনি। তাঁকে কাছে পেতে চায় দেশের আপামর জনসাধারণ। তাই সব মিথ্যা মামলা প্রত্যাহার করে অতিসত্বর তারেক রহমানকে বিজয়ের বেশে বাংলাদেশে আনতে হবে।

তিনি আরোও বলেন, শেখ হাসিনার শাসন আমলে অনেকে দেশ ছেড়েছেন। দেশ স্বাধীন হওয়ার পর তাঁরা দেশে ফিরেছেন। তাহলে কেন তারেক রহমান দেশে আসতে পারবেন না। শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় খুনিদের মামলা প্রত্যাহার করলেও কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার হবে না।

অন্তবর্তীকালীন সরকারের এক অর্ডারে তারেক রহমানের মামলা প্রত্যাহার হয়ে যেতে পারে। তাই তিনি সরকারের কাছে তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের দাবি জানান।

তিনি মঙ্গলবার (৮ অক্টোবর) ছাত্র-জনতার আন্দোলনে নিহত দক্ষিণ সুরমার ঝালোপাড়ার পংকজ কুমার কর’র পিতা নিকিল কুমার কর’র হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র পক্ষ থেকে উপহার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মান্নানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক সুদিপ রঞ্জন সেন বাপ্পু, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর বিএনপি নেতা আব্দুস সাত্তর মামুন, এম এ হক, উজ্জল রঞ্জন চন্দ, নিহত পংকজের পিতা নিখিল চন্দ কর।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930