শিরোনামঃ-

» খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা মহিলা দলের দোয়া মাহফিল

প্রকাশিত: ০৭. অক্টোবর. ২০২৩ | শনিবার

‘অভিলম্বে বেগম খালেদা জিয়াকে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দিতে হবে’

ডেস্ক নিউজঃ
বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল।
শনিবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাসের দ্রুত রোগমুক্তি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান খোকোর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না বলেন, যে মানুষটি দেশবাসীর জন্য গৃহবধূ থেকে রাজনীতিতে এসেছেন, যিনি দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন সেই মানুষটি আর প্রহসনের বিচারে সাজানো রায়ে বন্দি রয়েছেন।
তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হলেও তিনি বিদেশে গিয়ে সুচিকিৎসা নিতে পারছেন না। অভিলম্বে দেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দিতে হবে। অন্যতায় জনগন রাস্তায় নামলে পালানোর রাস্তাও খোঁজে পাওয়া যাবে না।
জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পলিনা রহমান বলেন, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীতসন্ত্রস্ত হয়ে যাবে সরকার তাকে বিনা চিকিৎসারলয় হত্যার ষড়যন্ত্র করছে। এর পরিণাম শুভ হবে না। অভিলম্বে বেগম জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করাই বেগম জিয়ার একমাত্র অপরাধ। নিশিরাতের সরকার দেশনেত্রীকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে তাকে হত্যার ষড়যন্ত্র করছে। ১৮ কোটি জনগন বেগম খালেদা জিয়া ও বিএনপির সাথে আছে। অভিলম্বে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে হবে। অন্যতায় এর জন্য ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
এসম বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের নেত্রী জান্নাত জামান চৌধুরী, মহসিনা চৌধুরী, রহিমা আক্তার, হেপী খানম, মিলা আক্তার, জুবেদা খানম, মিনারা বেগম, সাবিনা বেগম, সাথি বেগম, সালমা আক্তার, তাওহিদা আক্তার প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৯ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31