শিরোনামঃ-

» সিলেট উইমেন্স মেডিকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠান

প্রকাশিত: ১০. আগস্ট. ২০২৩ | বৃহস্পতিবার

রোগীর সুরক্ষার সাথে সমাজের অনেক দায়িত্ব চিকিৎসকদের : ভিসি এনায়েত হোসেন

ডেস্ক নিউজঃ

সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. এএইচএম এনায়েত হোসেন বলেছেন, শুধু একজন রোগীর সুরক্ষাই একজন চিকিৎসকের দায়িত্ব নয়, একজন চিকিৎসকের পুরো সমাজের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। যাকে বলা হয় মানবিক দায়িত্ব। আজকের মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসক হয়ে আগামীতে সেই মানবিক দায়িত্ব পালনের মধ্যদিয়ে স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি সুন্দর সমাজ গঠনে অবদান রাখবে। এজন্য প্রত্যেক শিক্ষার্থীকে সম্মান ও মর্যাদার সাথে তার এবং অভিভাবকদের স্বপ্ন এবং আকাঙ্খা বাস্তবায়নের লক্ষে স্ট্রাগল চালিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ১৮তম ব্যাচ, ২০২২-২৩ইং সেশনের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কলেজ অডিটরিয়ামে আয়োজিত নবীণবরণ অনুষ্ঠানে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. ফজলুর রহিম কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয়ের ডিন প্রফেসর ডা. শিশির রঞ্জন চক্রবর্তী।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের গভনিং বডি ও হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়াম্যান প্রফেসর ডা. মো. এখলাসুর রহমান, হোসিহোলি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুল মতিন, ভাইস চেয়ারম্যান মো. খফরুল ইসলাম, সিউমেকহা’ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম মনিরুল ইসলাম, হোসিহোলি’র ব্যবস্থাপনা সম্পাদক ও শিশু সার্জারীর বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ওয়েছ আহমদ চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, একাডেমীক কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. তহুর আব্দুল্লাহ ও অধ্যাপক ডা. মাসুদুল আলম।

স্বাগত বক্তব্য রাখেন, সিউমেক’র উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরী। কলেজ পরিচিতির উপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন, নিউরো সার্জারী বিভাগীয় প্রধান সহযোগি অদ্যাপক ডা. খন্দকার আবু তালহা।

এছাড়াও নবীন শিক্ষার্থী ও অভিভাবকগন বক্তব্য রাখেন।

শোকের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করেন বক্তারা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৫০ বার

Share Button

Callender

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031