শিরোনামঃ-

» আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে সিসিক কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত

প্রকাশিত: ২২. জুন. ২০২৩ | বৃহস্পতিবার

ডেস্ক নিউজঃ

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোযারুজ্জামান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নগরভবনের কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার (২২ জুন) সকালে তার চালিবন্দরস্থ বাসভবনে তাঁরা সৌজন্য সাক্ষাত করেন।

এসময় তাঁরা আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিশাল ব্যবধানে জয় পেয়ে সিলেটের মেয়র নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

তার নেতৃত্বে উন্নয়নের নতুন যুগে প্রবেশ করবে সিলেট সিটি করপোরেশন- এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন, নগরভবনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। জবাবে আনোযারুজ্জামান চৌধুরী তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে সিলেটবাসীর আশাআখাংখার প্রতিফলন ঘটাতে হলে নগরভবনের সবকর্মকর্তা ও কর্মচারীর আন্তরিক সহযোগীত প্রয়োজন। আপনারা কর্মক্ষেত্রে অত্যন্ত অভিজ্ঞ। সবার অভিজ্ঞতার আলোকে সিলেট নগরবাসীর সমস্যাগুলো সমাধান করার জন্যই আমাকে মানুষ ভোট দিয়েছেন।

তিনি বলেন, আমি আশাবাদী, আপনাদের আন্তরিক সহযোগীতায় আমরা লক্ষ্য অর্জনে সক্ষম হবো।

এসময় উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রকৌশলী. নূর আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শামছুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ), মো. রুহুল আলম, প্রশাসনিক কর্মকর্তা, মো. হানিফুর রহমান, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, সহকারী প্রকৌশলী ইসমাইলুর রহমান, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১২২ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31