শিরোনামঃ-

» নৌকার পক্ষে বিরামহীন প্রচারণায় সিলেটের সংস্কৃতিকর্মীবৃন্দ

প্রকাশিত: ১৮. জুন. ২০২৩ | রবিবার

একটি কল্যানমুখী ও সংস্কৃতি বান্ধব নগর গঠনে নৌকায় ভোট দিন

ডেস্ক নিউজঃ

টানা চতুর্থ দিনের মতো বিভিন্ন ওয়ার্ড, শহরের বিপনী বিতান সহ নানা স্থানে সিলেটের সংস্কৃতিকর্মী দের প্রচারণা নগরবাসীকে আকৃষ্ট করছে। অত্যন্ত সাবলীলভাবে নৌকার পক্ষে নিজেদের বক্তব্য তুলে ধরছেন তারা।

রবিবার (১৮ জুন) বিকেলে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আল আজাদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, সাংস্কৃতিক সংগঠক শামসুল আলম সেলিম, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, সাংস্কৃতিক সংগঠক রজত কান্তি গুপ্ত, বিশিষ্ট সংগীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক গৌতম চক্রবর্তী, শেখ নূরুল ইসলাম, বাউল বশির উদ্দিন সরকার, খোকন ফকির, আবিদ ফয়সাল, শিরুল,শহিদ আহমদ চৌধুরী, নৃপেন্দ্র তালুকদার, অমিত ত্রিবেদী, সাইফুর রহমান চৌধুরী সুমন, বাউল শীতন বাবু, পরাগরেনু দেব, সুবিনয় আচার্য, কামাল আহমেদ দুর্জয়, অজয় কুমার চক্রবর্তী, নাসিমা আক্তার।
ভোটারদের কাছে লিখিত বক্তব্যে তাঁরা বলছেন, আমরা মনে করি, রাষ্ট্র ও জনগণের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রার সঙ্গে সংস্কৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। সংস্কৃতির যথাযথ বিকাশ ছাড়া টেকসই উন্নয়ন বা অগ্রগতি সম্ভব নয়।

পরিকল্পিত উন্নয়ন অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে উদার সংস্কৃতিমনা আগামী প্রজন্ম গড়ে তোলা বর্তমান প্রজন্ম হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমরা চাই রাজনীতিসচেতন সংস্কৃতিকর্মী। একইভাবে চাই সংস্কৃতিমনস্ক রাজনীতিবিদ, যাতে সংস্কৃতির চর্চা ও বিকাশের ধারা আরও বেগবান হয়।

কাজেই দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কার্যক্রমকে আমরা পাশ কাটাতে পারিনা। কারণ রাষ্ট্রের এ দু’টি ধারা যদি বাঙালি সংস্কৃতির অনুকূলে না থাকে তাহলে আমাদের মূল যে লক্ষ্য-মুক্তিযুদ্ধের চেতনা ধারার বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, তা অর্জন ব্যাহত হওয়ার সমূহ আশংকা আছে।

সিলেট সিটি করপোশেন নির্বাচন আমাদেরকে এমন এক জায়গায় দাড় করিয়েছে,যেখানে দ্রুততম সময়ের মধ্যে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ জরুরি। এমন পরিস্থিতিকে দলীয় রাজনীতির উর্ধ্বে উঠে সিসিক নির্বাচনে স্বাধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক ‘নৌকা’র পক্ষে অবস্থান স্পষ্ট করে সংস্কৃতিমনস্ক মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর বিজয়ে সর্ব।ত্মক প্রচেষ্টায় রত হওয়া প্রয়োজন বলে মনে করি।

তাই আসুন, সকলে মিলে সিলেট সিটি করপোরেশনকে সুরমাপারে সংস্কৃতিচর্চা ও সংস্কৃতির বিকাশে সহযাত্রী রাখতে উদ্যোগী হই সকলের জন্য বাসযোগ্য কল্যাণমুখী সংস্কৃতি বান্ধব নান্দনিক স্মার্ট সিটি গড়তে নৌকায় ভোট দেই।

এই সংবাদটি পড়া হয়েছে ৮০ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031