শিরোনামঃ-

» সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সাথে নিসচা’র মতবিনিময়

প্রকাশিত: ১৬. অক্টোবর. ২০২২ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ

২২শে অক্টোরব জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই নিসচা সিলেট মহানগর শাখার মাসব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে রবিবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় এসএমপির ট্রাফিক বিভাগের কনফারেন্স হলে সিলেট মহানগরীর যানজট নিরসনে লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সাথে নিসচা সিলেট মহানগর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সিলেট মহানগরীর যানজট নিরসনের লক্ষ্যে ট্রাফিক সিস্টেমকে ডিজিটালাইজেশন করা, মহানগরীর একাধিক স্থানে যানবাহনের পার্কিং স্থান স্থাপন করা, নগরীর প্রধান প্রধান সড়কের উপর থেকে বিভিন্ন ধরণের হাটবাজার অপসারণ করা, হুমায়ুন রশিদ চত্ত্বর থেকে চন্ডিপুল-পারাইচক পর্যন্ত রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, মহানগরীর রাস্তার পাশে অবস্থিত স্কুল-কলেজে সমূহ নিজস্ব পার্কিং ব্যবস্থা করা, মহানগরীর প্রতিটি ট্রাফিক পয়েন্টের বাম লেন চালু রাখা সহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সেই সাথে নিসচা সিলেট মহানগর শাখার পক্ষ থেকে যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কশিশনার ট্রাফিক (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ফয়সল মাহমুদ পিপিএম, এডিসি ট্রাফিক নায়হানুল বারি, নিসচা কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুলর ইসলাম মিশু, এসি নর্থ আতাহারুল ইসলাম, এসি সাউথ আহমেদ নুর, টিআই এডমিন মুসতাক আহমদ, টিআই দেলোয়ার হোসেন, নিসচা মহানগর শাখার সভাপতি এম. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, লোকমান হেকিম, আইন সম্পাদক হোসেন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক সাহেদ শাহরুক অয়ন, সদস্য আবু জাবের, সাইফুল ইসলাম নাহেদ, রুমেল খান প্রমুখ।

মতবিনিময় সভা শেষে সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কশিশনার ট্রাফিক ফয়সল মাহমুদ পিপিএমকে নিসচা সিলেট মহানগর শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৭ বার

Share Button

Callender

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031