শিরোনামঃ-

» জাতীয় ইমাম সমিতি ৪নং খাদিমপাড়া ইউনিয়নের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১০. জুন. ২০২২ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ

ভারতে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল রাসূল (সা) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ও মহানবী (স.) এর অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ৪নং খাদিমপাড়া ইউনিয়ন কমিটির উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠান হয়েছে।
শুক্রবার (১০ জুন) বাদ আসর মিছিল পরবর্তীতে শাহপরাণ মাজার গেইটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ৪নং খাদিমপাড়া ইউনিয়ন কমিটির সভাপতি হাফেজ মাওলানা মইনুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা কে এম উমর ফারুকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদীস আল্লামা আতাউর রহমান কোম্পানিগঞ্জী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম বিলাল।

সভায় বক্তব্য রাখেন, মুক্তির চক মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহিবুর রহমান, জেলা ইমাম সমিতির জয়েন্ট সেক্রেটারি হাফিজ মাওলানা শিহাব উদ্দিন, শাহসুন্দর মাদরাসার মুহতামিম মাওলানা নাইম উদ্দিন, হাফিজ সৈয়দ এহসান আহমদ, হাফিজ মাওলানা সৈয়দ আবদুল আহাদ, মাওলানা শাব্বির আহমদ, সাবেক মেম্বার সৈয়দুর রহমান এনাম, জামেয়া বালিঙ্গা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা বাশির আহমদ, উপশহর দারুল মাহমুদ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল আহাদ, মাওলানা আলী আসগর, মাওলানা এহসাদুল হক, মাওলানা শরীফ আহমদ, সিলেট সদর উপজেলার প্রচার সম্পাদক সৈয়দ হাফিজ আব্দুল আহাদ, মাওলানা লোকমান উদ্দিন প্রমুখ।

সভায় আগামী ১৪ তারিখের কোর্ট পয়েন্টের সমাবেশ সফলে সকলের উপস্থিতি কামনা করা হয় এবং বাংলাদেশের জাতীয় সংসদ থেকে বিশ্বনবী মুহাম্মাদ (সা:) এর অবমাননার প্রতিবাদে ভারতের প্রতি রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব পাঠাতে হবে এবং অন্যান্য মুসলিম দেশগুলোর ন্যায় বাংলাদেশেও ভারতীয় হাইকমিশনকে তলব করে অপরাধীদের চূড়ান্ত বিচার নিশ্চিত করার জোর দাবি জানান বক্তারা।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৮ বার

Share Button

Callender

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031