শিরোনামঃ-

» নিসচা সিলেট জেলা শাখার মানববন্ধনে বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: ২৪. এপ্রিল. ২০২৪ | বুধবার

ডেস্ক নিউজঃ

সম্প্রতি সারাদেশের ন্যায় সিলেট বিভাগেও সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় ও দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ায় সড়ক দুর্ঘটনা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারী ও পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় নিসচা সিলেট জেলা শাখার উদ্যোগে বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার আহবায়ক জহিরুল ইসলাম মিশুর সভাপতিত্বে ও সদস্য রাশেদুজ্জামান রাশেদ এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন নিসচা সিলেট জেলা শাখার সদস্য সচিব অধ্যক্ষ মোঃ সাইফুল করিম চৌধুরী হায়াত।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনকে দ্রæত কঠোর নজরদারী বাড়ানোর আহবান জানান। বক্তারা সড়ক দুর্ঘটনায় দোষী ব্যাক্তিদের সঠিক তদন্ত করে দ্রæত আইনের আওতায় নিয়ে আসা, সড়কে ডিভাইডার স্থাপন করা, আঞ্চলিক ও মহাসড়কে ঝুঁকিপূর্ণ স্থান সনাক্ত করা এবং সতর্কিকরণ বিল বোর্ড স্থাপন করা, ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে বন্ধ রাখা, মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধে হাইকোর্টের রায় বাস্তবায়ন করা। হাইওয়ে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা, সঠিক পদ্ধতিতে বিআরটিকে লাইসেন্স প্রদান করার আহবান জানান।

নিসচা সিলেট জেলা শাখার পক্ষ থেকে জেলা শাখার আহবায়ক জহিরুল ইসলাম মিশু ৪ দফা দাবি উপস্থান করেন। দাবিগুলো হল: সড়ক দুর্ঘটনা জাতীয় সমস্যা হিসেবে ঘোষনা করা, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান করে বিশিষ্টজনের সমন্বয়ে জাতীয় সেল গঠন করা, সড়ক পরিবহন আইন ২০১৮ এর আলোকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পূর্নবাসনের লক্ষে গঠিত ট্রাষ্টের নীতিমালা অনুযায়ী ক্ষতিপূরণ তাৎক্ষনিক প্রদান করা, সড়ক পরিবহণ আইন ২০১৮ এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা।

মানববন্ধনে নিরাপদ সড়ক নিয়ে জনসচেতনামূলক সংগীত পরিবেশন করেন বাউল আব্দুল খালিক।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, ইমজার সাবেক সহ-সভাপতি ও নিসচা জেলার যুগ্ম আহবায়ক শফিকুর রহমান চৌধুরী, বাউল শিল্পী বিরহী কালা মিয়া, পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, বরিশাল নাগরিক কল্যাণ পরিষদের সভাপতি আসলাম হোসেন, তপোবন যুব ফুরামের সাবেক আহবায়ক সৈয়দ মনসুর আলী, অগ্রনী তরুণ সংঘের উপদেষ্টা সেলিম আহমদ, স্কলার্স হোমের শিক্ষার্থী তৌফিকুর রহমান নাদিম, নিসচা মহানগর শাখার সভাপতি এম. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুহিম তালুকদার, ছাতক উপজেলার সাধারণ সম্পাদক পংকজ দে, শ্রীমঙ্গল উপজেলার সভাপতি আমজাদ হোসেন রনি, নিসচা জেলা শাখা সদ্য আব্দুল হাসিব, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির, নাট্য অভিনেতা সোলেমান হোসেন চুন্নু, ইয়ামাহা রাইডার্স ক্লাবের সাজন দাশ শুভ, খোকন মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন, নিসচা জেলা শাখার আব্দুল মালিক পুকন, আবু জাবের, লোকমান হাফিজ, শাহিন আহমদ, মাহমুদ খান, সুহেল চৌধুরী, ফয়সল চৌধুরী, আব্দুস সোবহান, আবুল কাশেম, মিয়া মোঃ রুস্তম, আবুল বশর শাকু, রাজিব ঘোষ, মাজেদুর রহমান, সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, ফাহিম আহমদ, মোস্তফা হোসেন স¤্রাট, রায়হান আহমদ, উজ্জল মিয়া, শেখ মোঃ তাওহীদ, নিসচা মহানর শাখার কামরুল ইসলাম, লোকমান হেকিম, মাসুদুজ্জামান তফাদার মুক্তার, তোফায়েল আহমদ তুহিন, সাংবাদিক জাবের ইমরান, এম ওয়াহিদ চৌধুরী, আলমগীর আলম প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031