শিরোনামঃ-

» মুসলিম হ্যাল্প ইউকে’র অর্থায়নে মেটারনিটি হাসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ০২. মার্চ. ২০২২ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেটের বিশ্বনাথে আন্তর্জাতিক সাহায্য সংস্থা মুসলিম হ্যাল্প ইউকে’র সহযোগিতায় অসহায় ও দরিদ্র মানুষের সেবা দিতে এম.এইচ মাল্টিপারপাস সেন্টারে মেটারনিটি হাসপিটালের ৭ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট-২ আসনের এমপি ও জনপ্রশাসন সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খাঁন।

আলোচনা সভায় মুসলিম হ্যাল্প ইউকে’র প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুছ ছোবহান সভাপতির বক্তব্যে বলেন, ৪৫০ শত ভূমির উপর এম.এইচ মাল্টিপারপাস সেন্টার নির্মিত হবে। বর্তমানে মানুষের সেবা ও কল্যাণের লক্ষে মেটারনিটি হাসপিটালের কাজ শুরু হয়েছে। এখানে এতিমখানা, বৃদ্ধাশ্রম, চিকিৎসা কেন্দ্র, হাইস্কুল, হাফিজিয়া একাডেমি সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। এতে সকলের সহযোগিতা কামনা করে তিনি আরো বলেন, দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে জনকল্যাণমুল কাজের লক্ষে মেটারনিটি হসপিটাল নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেছি। এ অঞ্চলের বঞ্চিত জনগোষ্ঠী তাঁদের মৈলিক অধিকার চিকিৎসাসেবা ফ্রিতে গ্রহণ করতে পারবেন।

চ্যারিটি কো-অর্ডিনেটর আকলাকুর রহমান পান্না ও বিশিষ্ট শিক্ষাবিদ মুজিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি মোকাব্বির খাঁন বলেন, প্রবাসীর সব সময় দেশের উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা সহ সর্বক্ষেত্রে ভূমিকা রাখছেন, তারই ধারাবাহিকতায় মেটারনিটি হসপিটাল নির্মাণ করছেন।

প্রবাসীদের মত ভালো মনের ভালো মানুষগুলো এভাবে মহতি কাজে এগিয়ে আসলে দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সরকারের পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে মেটারনিটি হসপিটাল কার্যক্রমের মাধ্যমে উল্লেখ যৌগ্য ভূমিকা পালন করবে।

অনুষ্টানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর ডাঃ মোস্তাক আহমদ রুহেল, বিশ্বনাথ মোহাম্মদিয়া মাদ্রারাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল হক, বিশ্বনাথ পৌরসভার কমিশনার ফজর আলী, মুসলিম হ্যাল্প ইউকে’র বাংলাদেশ শাখার সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি ইউনুছ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজ্জমুল আলী রাজু, প্রকৌশলী ইমরান আহমদ।

উপস্থিত ছিলেন ইউপি মেম্বার এনামুল হক হিরা, সমাজকর্মী জুয়েল আহমেদ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেটারনিটি হাসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ দারুল উলুম মাদানিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা কামরুল ইসলাম ছমির উদ্দিন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৪ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930