শিরোনামঃ-

» বালুচর প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ১৮. ফেব্রুয়ারি. ২০২২ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ
বালুচর প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সোনার বাংলা এলাকাবাসীর উদ্যোগে সোনার বাংলা খেলার মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
৫নং টুলটিকর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিরেশ দাসের সভাপতিত্বে ও খেলা পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শরীর সুস্থ্য রাখতে সহায়তা করে। আর এই খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে বিপদগামী পথ থেকে সরিয়ে রাখা যায়।
তিনি বলেন, খেলাধূলায় জয় পরাজয় থাকবেই, একদল বিজয়ী হবে এবং অন্যদল হারবে। আতে কারো কোন মন খারাপ করলে চলবে না। তিনি এ ধরনের খেলাধুলা আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৩নং ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ এ কে এম নজরুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক বদরুর রহমান বাবর, ৫নং টুলটিকর ইউপির ৫নং ওয়ার্ড মেম্বার কাঁচা মিয়া, ৪, ৫ ৬নং  মহিলা মেম্বার মোছা. শিরিন আক্তার, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী সৈয়দ আজমল আলী। খেলায় বালুচর ভিকটোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বালুচর সিক্সার্স।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২১ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728