শিরোনামঃ-

» বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানে শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে : এমপি হাবিব

প্রকাশিত: ২৯. জানুয়ারি. ২০২২ | শনিবার

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষার উন্নয়নে প্রয়োজিত সব ধরণের প্রদক্ষেপ গ্রহণ করেছে। শিশুরা যাতে স্বাচ্ছন্দে লেখাপড়া করতে পারে তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

তিনি শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বাগরখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি ৪ এর আওতায় প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে সীমানা প্রাচির ও গেইট নির্মাণের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সস্পাদক ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রকৌশলী আফসার আহমদ, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুহিত আহমদ, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজ্জিদুল হক তুহিন, মিডল্যান্ড যুবলীগের সাধারণ সম্পাদক হেলাল আহমদ, গৌরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম নুরু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, সাবেক জেলা ছাত্রলীগ নেতা লায়েক আহমদ জিকু, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন রাসেল প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, বাঘরখালা জামে মসজিদের ইমাম মাওলানা ফারুক গণি।

এর আগে সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে ফুল দিয়ে বরণ করেন বাগরখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রইছ আলী, প্রধান শিক্ষক নারগিস কাওছার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ২১১ বার

Share Button

Callender

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031