শিরোনামঃ-

» মাসুকগঞ্জবাজার সংলগ্ন মেদিনী মহল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ৩১. আগস্ট. ২০২১ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ

‘মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’। প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাসুকগঞ্জ বাজার সংলগ্ন মেদিনী মহল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ এবং ঔষধি ৫০টি গাছের চারা রোপণের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ নেতা ও মেদিনী মহল সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এস এম সায়েস্তা তালুকদার, প্রধান শিক্ষিকা আলপনা রানি চৌধুরী, জালালাবাদ থানা ছাত্রলীগের সভাপতি আলীবাহার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ সভাপতি সাবেক মেম্বার আজম আলী, কান্দিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি খলিল আহমদ, সদর উপজেলা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জুবায়ের আহমদ, জালালাবাদ থানা ছাত্রলীগের অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন মেহতাব, লায়েক আহমদ, মামুন আহমদ, হাসান চৌধুরী, রমজান আলী, আফজল আহমদসহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও সহকারী শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৭ বার

Share Button

Callender

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031