শিরোনামঃ-

» কর কমিশনারের কাছে কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ১৫. জুন. ২০২১ | মঙ্গলবার

নিজস্ব রিপোর্টারঃ

পেশগত বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সিলেট জেলা কর আইনজীবী সমিতির পক্ষ থেকে মঙ্গলবার (১৫ জুন) বিকাল ৩ টায় কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. সাইফুল হক এর নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সমিতির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট এম এমদাদুল হক’র নেতৃত্বে কর কমিশনার  মো. সাইফুল হক’র হাতে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় কর অঞ্চলের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, সমিতির সিনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে কর আইনজীবীদের পেশাগত বিভিন্ন সমস্যা সর্ম্পকে কর কমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এসময় স্মারকলিপি গ্রহন করে কর কমিশনার মো. সাইফুল হক অবিলম্বে কর আইনজীবীদের পেশাগত সমস্যা সহ অন্যান্য বিষয়ে সমিতির কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে দ্রুত সমাধান করার আশাবাদ ব্যাক্ত করেন।

পরে সামিতির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এম এমদাদুল হক এর পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় স্মারকলিপি পেশ ও পরবর্তী বিষয়াদী সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কর আইনজীবী আবু মোহাম্মদ আসাদ, মো. আবুল ফজল, সজল কুমার রায়, মো. শফিকুল ইসলাম, সুধাংশু ভূষণ ত্রিবেদী, সুব্রত কুমার রায়, মো. জাহাঙ্গীর আলম, মো. জহুরুল ইসলাম, রতন কুমার দাস, প্রভাত চন্দ্র দেবনাথ, কাজী আরিফুল হাসান, মো. কামাল আহমদ, মিন্টু চন্দ্র রায়, মো. ইফতিয়াক হোসেন মঞ্জু, মো. জহিরুল ইসলাম রিপন, মোহাম্মদ মিজানুর রহমান, মো. আমিনুল ইসলাম, বাহার উদ্দিন বাহার, আ. স. ম শাহীন, মো. আজমল আলী, সদরুল হাসান চৌধুরী, মো. মাজাহারুল হক, মো. খায়রুল আলম, সৈয়দ আব্দুল হামিদ, সৈকত দাস, সঞ্জয় মালাকার, মো. ইবরাহিম, কাওছার মাহমুদ চৌধূরী, আসাদুর রহমান, আনসার হোসাইন, বাবলু ভৌমিক, মো. সাইদুর রহমান, মোস্তাকিম আহমদ কাওছার, লিপন চন্দ, মেহেদী মুনাওয়ার আলী প্রমুখ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক এম শফিকুর রহমান সিলেট জেলা কর আইনজীবী সমিতির ন্যায় সংগত সকল দাবী-দাওয়া বাস্তবায়নে সমিতির সকল সদস্যবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯০ বার

Share Button

Callender

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031