শিরোনামঃ-

» শাল্লা-দিরাইয়ের রাস্তার দাবিতে সিলেটে মানববন্ধন

প্রকাশিত: ০৪. জুন. ২০২১ | শুক্রবার

দিরাই প্রতিনিধিঃ

দাবী মোদের একটাই, দিরাই- শাল্লার রাস্তা চাই। এই বাক্যটিকে সামনে রেখে দিরাই শাল্লা সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন পালন করেছেন সিলেটস্থ সচেতন দিরাই শাল্লা বাসী।

শুক্রবার (৪ জুন) বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটনের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী, জ্যোর্তিময় তালুকদার,বিশ্বজিৎ তালুকদার, এড. সুব্রত দাস, রেদোয়ান মাহমুদ, এড. অমিতাভ চৌধুরী, সুমন কুমার দাস, অর্পন তালুকদার, প্রনতোষ দাস,মিঠু সরকার, খায়রুল বাশার, সুব্রত রায়, জুলহাস আহমদ, সৈয়দ আহমদ দুলাল, সুরঞ্জিত তালুকদার, রাজীব রায় রাজু, রাজীব দাস, বিপুল তালুকদার, শীতল রায়, সমর দাশ সহ শাল্লা দিরাইয়ের অন্যান্য নেতৃবৃন্দ।দিরাই শাল্লার রাস্তার দাবী আদায়ের এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে ভাটি বাংলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদ, সোচ্চার নাগরিক ফোরাম, খালিয়াজুড়ি ফোরাম, দিরাই ছাত্রকল্যাণ পরিষদ, যাত্রী অধিকার পরিষদ।

মানববন্ধনে বক্তারা বলেন, ৫০ বছরের স্বপ্ন আমাদের দিরাই শাল্লা সড়ক। প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্ত থাকাবস্থায় ২০১১ সালে রাস্তার কাজ শুরু করা হয়। এতে শাল্লাবাসীর আশার সঞ্চার জেগেছিল। কিন্তু ২০১৭ সালে এসে রাস্তারটির প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়।

সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের প্রায় ৯৯ কোটি উত্তোলণ করে নিয়ে যায়। এতে আমাদের শাল্লাবাসীর ভাগ্যের অবনতি করে যায়।

এরপর ড. জয়াসেন গুপ্তা এমপি নির্বাচিত হয়ে সংসদে একাধিবার দিরাই শাল্লার রাস্তা নিয়ে উত্থাপন করলেও আমলাতান্ত্রিক জটিলতার কারনে বারবার মন্ত্রণালয় থেকে প্রস্তাবনা ফেরত আসছে। তাই এসব আমলাতান্ত্রিক জটিলতা দুর করে অতিশীঘ্রই দিরাই শাল্লা সড়কের নতুন প্রকল্প অনুমোদন দিয়ে রাস্তার কাজ বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৬ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930