শিরোনামঃ-

» সাংবাদিক রোজিনাকে মুক্তি দিন : বিএইচআরজেসি

প্রকাশিত: ১৮. মে. ২০২১ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দিতে হবে। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।  এমন দাবি করেছেন বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু্ ও সাধারন সম্পাদক আহমেদ সেলিম।
মঙ্গলবার (১৮ মে)  এক বিবৃতিতে তাঁরা উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিককে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে নির্যাতন ও অপদস্ত করা হয়েছে। সেটি কোনভাবে কাম্য নয়। এ ধরনের ঘটনায় আমরা হতবাক। আমরা বিষ্মিত।
একজন পেশাদার সাংবাদিকের সঙ্গে হিংসাত্মক আচরণ করা হয়েছে।  পরে তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে এটি সুস্থ সাংবাদিকতার অন্তরায়।
অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বা যারা এ ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে।  অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষনা দেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৫ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930