শিরোনামঃ-

» ছাতকে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ ৪ জন গুরুতর আহত

প্রকাশিত: ০৮. মার্চ. ২০২১ | সোমবার

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মহিলা সহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৮ মার্চ) সকালে উপজেলার নরসিংহপুর গ্রামের ছালিক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন নরসিংহপুর গ্রামের আব্বাস অলী (৫৮), সোহেল বারী (৩৮), মনোয়ারা বেগম (৬৫) ও আজিবুন নেছা (৫৫)। আহতদের গুরুতর অবস্থায় সিলেট ও সমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংবাদ সূত্র জানায়, নরসিংহপুর গ্রামের মৃত বশির উদ্দিনের পুত্র আনর উদ্দিনদের সাথে মামলা নিয়ে একই গ্রামের ছালিক মিয়া পরিবারের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে আনর উদ্দিন, জাবেদ আহমদ ও সুজেল সহ ৪০/৫০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে রোববার সকালে হত্যার উদ্দেশ্যে ছালিক মিয়াদের বাড়িতে আকস্মিক হামলা চালায়।

হামলাকারীরা এ সময় ছালিক মিয়াকে না পেয়ে তার পরিবার পরিজনের ঘর দরজা ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। হামলায় ছালিক মিয়ার ভাতিজা সোহেল বারী ও পরিবারের পুরুষ মহিলা এবং শিশু সহ বেশ ক’জন আহত হন।

আহতদর মধ্যে উপরোক্ত ৪ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সিলেট এম এ জি ওসমানী হাসপাতাল সূত্র জানিয়েছে আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক।

ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৩ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728