শিরোনামঃ-

» ফেইসবুকে আইনজীবীদের সম্পর্কে মানহানিকর বক্তব্য; হবিগঞ্জ কোর্টে এজাহার দায়ের

প্রকাশিত: ২৯. এপ্রিল. ২০২০ | বুধবার

হবিগঞ্জ প্রতিনিধিঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক বিজ্ঞ আইনজীবীদের সম্পর্কে মানহানিকর বক্তব্য পোস্টকারীদের বিরুদ্ধে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি/সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে এজাহার দায়ের করেছেন হবিগঞ্জ কোর্টের বিজ্ঞ আইনজীবী নজরুল আজিজ জুনেদ।

এজাহার দায়েরকালে তাঁর সাথে ছিলেন বাংলাদেশ সূপ্রীম কোর্ট, ঢাকা ও হবিগঞ্জ জেলা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী, মোজাম্মেল হক রাসেল, প্রতিম গোপ এবং হবিগঞ্জ জেলা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী মো. খায়রুল ইসলাম সুমায়েল, মো. মাহফুজ মিয়া ও সৈয়দ জাদিল প্রমুখ।

বুধবার (২৯ এপ্রিল ) হবিগঞ্জ সদর মডেল থানায় ২০১৮ ইংরেজি এর ডিজিটাল নিরাপত্তা আইনে এজাহার দায়ের করেন।

এজাহারে ১২ জন আসামির নাম উল্লেখ করা হয় এবং আসামি ১২ জনই হবিগঞ্জ জেলার অধিবাসী।

তারা ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বিজ্ঞ আইনজীবীদের সম্পর্কে নানা ধরনের মানহানিকর বক্তব্য উপস্থাপন করে বিধায় তাদের বিরুদ্ধে এই এজাহার দায়ের করা হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ওসি বলেন অতিসত্বর আসামিদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, মহামারি করোনা পরিস্থিতি (কোভিড-১৯) এর কারণে বাংলাদেশ সহ সারাবিশ্বে এক অস্থিতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে বেশ কিছুদিন যাবত সকল অফিস, আদালত সহ সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ সূপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দীন ও সাধারন সম্পাদক এ এম মাহবুব উদ্দীন খোকনের স্বাক্ষরযুক্ত একটি প্যাডে বিগত ০৫/০৪/২০২০ইং তারিখে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইনমন্ত্রী বরাবরে সাধারণ আইনজীবীগণের সার্বিক অবস্থা বিবেচনা করে অনুদানের জন্য আবেদন করেন।

এই আবেদনের কপি জনৈক পারভেজ চৌধুরী সংগ্রহ করে ১৩/০৪/২০২০ইং তারিখে তার ফেইসবুক আইডি থেকে বিজ্ঞ আইনজীবীদের সম্পর্কে মানহানি ও আপত্তিকর পোষ্ট দিতে থাকে এবং তার সংশ্লিষ্ট বিভিন্ন জনের পোষ্টে মানহানিকর মন্তব্য করতে থাকে।

বাংলাদেশ সূপ্রীম কোর্ট, ঢাকা ও হবিগঞ্জ জেলা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী প্রতিম গোপ সাংবাদিককে বলেন, জনৈক ব্যক্তি সহ যারা এ ধরণের ন্যক্কারজনক কাজের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি, যাহাতে ভবিষ্যতে কেহ এরকম ন্যাক্কারজনক কাজ করতে সাহস না পায়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৩ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930