শিরোনামঃ-

» মেয়র আরিফের বিরুদ্ধে কাউন্সিলররা কোন অভিযোগপত্র দাখিল করেননি!

প্রকাশিত: ০৪. মার্চ. ২০২০ | বুধবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে কোন অভিযোগ তুলেননি কাউন্সিলররা।

অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে কাউন্সিলররা বিস্ময় প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে বুধবার (৪ মার্চ) এক প্রতিবাদ লিপি তাঁরা গণমাধ্যমে পাঠিয়েছেন।।

প্রতিবাদ লিপিতে তারা বলেন, মাননীয় মন্ত্রী বরাবর প্রেরিত আবেদন পত্রের সংযুক্ত ফর্দে আমাদের স্বাক্ষর রয়েছে।

আবেদনপত্রে আমরা আমাদের ওয়ার্ডের উন্নয়ন, প্রতিবন্ধী ভাতা সুবিধা বাড়ানোর দাবী করেছিলাম।

পরবর্তিতে এই পত্রের সাথে সম্মানিত মেয়রের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি জুড়ে দেয়া হয়েছে।

আমরা এই জালিয়াতির ঘটনার তীব্র নিন্দা করছি।

তাঁরা বলেন- আমরা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে কোন অভিযোগ তুলিনি। নগরীর উন্নয়নে মেয়রের নেতৃত্বে আমরা একযোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করছি।

 

প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেছেন নিম্ন বর্ণিত কাউন্সিলরবৃন্দ- মখলিছুর রহমান কামরান, আজাদুর রহমান আজাদ, নজরুল ইসলাম মুনিম, শান্তনু দত্ত শন্তু, মো. সিকন্দর আলী, এস এম শওকত আমীন তৌহিদ, মো. আব্দুর রকিব তুহিন, সোহেল আহমদ রিপন, নাজননি আক্তার কণা, মাসুদা সুলতানা, রেবেকা আক্তার লাকী, আজম খান, সালেহ আহমদ সেলিম, কাউন্সিলর ও প্যানেল মেয়র রোকসানা বেগম শাহনাজ, রেজওয়ান আহমদ, শাহানারা বেগম, আফতাব হোসেন খান, বেগম সালমা সুলতানা, রেবেকা বেগম রেনু, এবিএম জিল্লুর রহমান উজ্জল, কুলসুমা বেগম পপি, রাশেদ আহমদ, শাহানা বেগম শানু, মাসুদা সুলতানা, বিক্রম কর সম্রাট প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯২ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930