শিরোনামঃ-

» মেইন রোডের ফুটপাথে ময়লার স্তুপ; জনদুর্ভোগ, ভোগান্তি ও সচেতনতার অভাব!

প্রকাশিত: ০২. মার্চ. ২০২০ | সোমবার

নিজস্ব রিপোর্টারঃ
সিলেট সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের অন্তর্গত মেইন রোডে সৈয়দ হাতিম আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের সামনে মেইন রোডের ফুটপাথে ময়লা ফেলে স্তুপ করে রাখা হয়েছে তাও আবার এই বিদ্যালয়ের ময়লা।

এই বিদ্যালয়ের দপ্তরি ও নৈশপ্রহরী তজমুল ইসলামকে ময়লা ফেলতে দেখা যায়, তাকে ময়লা ফেলা সম্পর্কে জানতে চাইলে সে বলে স্কুল কর্তৃপক্ষ বলছেন এজন্য সে ফেলছে।

এভাবে ময়লা ফেলা বা বিদ্যালয়ের সামনে ডাস্টবিন বিহীন খোলা জায়গায় বিদ্যালয়ের ময়লা ফুটপাতে রেখে পরিবেশ দূষণ ও পথচারীদের হাঁটার বিঘ্ন ঘটানো সম্পর্কে স্কুলের প্রধান শিক্ষিকা চন্দা দে ও সহকারী শিক্ষিকা রোকিয়া বেগমের সাথে কথা বললে তাঁরা বলেন- সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা এখানে ময়লা ফেলার কথা বলছে বা এখানে সিএনজি স্টেন করে অনেক সিএনজি অটোরিকশা রাখা হয় এজন্য তাঁরা যাতে গাড়ীগুলি না রাখতে পারে এজন্য ময়লা রাখা হচ্ছে।

এ যেন গাঁ ছাড়া উত্তর দিয়ে দায় ছাড়া ভাব।

এ ব্যপারে ২১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাকিব তুহিনের সাথে কথা বললে তিনি বলেন- আমি ময়লা ফেলা অবস্থায় দেখেছি কয়েকদিন, তবে এভাবে খোলা জায়গায় ডাস্টবিন বিহীন ময়লা ফেলা কোনো অবস্থাতে ঠিক নয় আমি স্কুল কর্তৃপক্ষের সাথে আলাপ করে শীগ্রই এর ব্যবস্থা নিচ্ছি।

সিলেটের কৃতি সন্তান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন চাচ্ছেন সিলেটকে ক্লিন সিলেট হিসেবে উপহার দিতে, এরইমধ্যে কাজ শুরু হয়ে গেছে। আর আমাদের আগামী জাতি গঠন করার কারখানার দায়িত্বশীলরা কতটুকু খাম-খেয়ালী আচরণ দেখাচ্ছেন!

এই সিলেটের সচেতন নাগরিকবৃন্দরা যদি যার যার অবস্থান থেকে একটু সচেতন হন তাহলে এই সিলেটকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।

এই সংবাদটি পড়া হয়েছে ৩২৩ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031