শিরোনামঃ-

» মাতৃভাষা দিবসে সিলেটে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের র‌্যালী ও পুস্পস্তবক অর্পন

প্রকাশিত: ২২. ফেব্রুয়ারি. ২০২০ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ

২১শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে পূর্বঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে র‌্যালী করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সিলেট নগরীর মিরাবাজার থেকে র‌্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুস্পস্তবক অর্পন করা হয়। র‌্যালীর শুরুতে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, ভাষা আন্দোলন বাঙ্গালি জাতির চেতনার বাতিঘর। ৭১ সালের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল ভাষা আন্দোলনের মাধ্যমে।

পাকিস্তানীদের উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার পায়তারার বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গ করে ২১ ফেব্রয়ারি বাংলার দামাল ছেলেরা আন্দোলনে নেমেছিল। বুকের তাজা রক্ত দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। দেশকে সমৃদ্ধশালী, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই হোক মাতৃভাষা দিবসের শপথ।

তিনি ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দেশনায়ক তারেক রহমানের উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্ধিদের মুক্তির জোর দাবি জানান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও সিলেট মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন লস্কর, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান, যুগ্ম-আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক জয়নাল আহমদ রানু, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমদ মাসুম, জেলা বিএনপি নেতা তাজ উদ্দিন লস্কর, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শফিকুর রহমান টুটুল, জেলা বিএনপি নেতা এমরান আহমদ চেয়ারম্যান প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩২৬ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031