শিরোনামঃ-

» ওসমানীনগরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও উদ্বুদ্বকরণ সভা অনুষ্ঠিত 

প্রকাশিত: ০৬. মে. ২০২৪ | সোমবার

ওসমানীনগর প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত সর্বজনীন পেনশন স্কীমের মাধ্যমে সামাজিক বৈষম্য, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে।বয়সের একটা পর্যায়ে যখন কোন মানুষের আয় করার সক্ষমতা থাকেনা, তখন পেনশন স্কীমের মাধ্যমে ওই ব্যাক্তির কারও উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন পড়েনা। এই যে অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা করার চিন্তা এটা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষেই সম্ভব।
সোমবার (৬ মে) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে জেলা তথ্য অফিসের উপপরিচালক মো: সালাহ উদ্দিন অংশীজনদের সাথে  সভায় প্রধান অতিথি হিসেবে এসব  কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার অনুপমা দাসের সভাপতিত্বে ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা  শাহরিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনা মিয়া, সহকারী কমিশনার (ভূমি) রাজীব দাস পুরকায়স্থ , উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাইনুল আহসান, ওসি তদন্ত নিপেন্দ্র নাথ ঘোষ, বীরমুক্তিযোদ্ধা আফতাব আহমদ, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাদীপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মূসা (ভিপি), তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, উপজেলার অফিসারবৃন্দ, নানা শ্রেণীপেশার  নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031