শিরোনামঃ-

» সিলেট জেলা বারের নির্বাচনে সভাপতি ফয়েজ ও সেক্রেটারি সেলিম নির্বাচিত

প্রকাশিত: ১৭. জানুয়ারি. ২০২০ | শুক্রবার

নিজস্ব রিপোর্টারঃ

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এ টি এম  ফয়েজ উদ্দিন সভাপতি ও মো. ফজলুল হক সেলিম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সমিতির ১৬৮১ ভোটারের মধ্যে ১৪০৮ জন আইনজীবী ভোটার এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এবারের বার্ষিক নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করছেন ৫৫ জন আইনজীবী প্রার্থী।

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আলী মোস্তফা মিশকাতুন নূর এডভোকেট।

এসময় তাকে নির্বাচনের ফলাফল ঘোষণায় সহযোগিতা করেন সহকারি নির্বাচন কমিশনার মোহাম্মদ মখলিছুর রহমান এডভোকেট ও নেপাল চন্দ্র চন্দ এডভোকেট।

ঘোষিত ফলাফল অনুযায়ী এ টি এম ফয়েজ উদ্দিন-৫৪২ ভোট পেয়ে সভাপতি, আব্দুল হাই কাইয়ুম-৬৪৬ ভোট পেয়ে সহ-সভাপতি-১, মো. ফজলুল হক সেলিম-৭১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে, মো. হুমায়ুন রশীদ (সুয়েব)-৪৩৯ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-১ পদে, মাসুদুর রহমান খান (মুন্না)-৪৬৯ ভোট পেয়ে যুগ্ম-সম্পাদক-২ পদে, মোহাম্মদ মোমিনুল ইসলাম মোমিন-৮৫৯ ভোট পেয়ে সমাজ বিষয়ক সম্পাদক পদে, মো. আজমল হোসেন-৭২৯ ভোট পেয়ে সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে, মো. তানভীর আক্তার খান-৮৮৮ ভোট পেয়ে লাইব্রেরী সম্পাদক পদে, মো. এমদাদুল হক-৭২৮ ভোট পেয়ে প্রধান নির্বাচন কমিশনার পদে, মোঃ লিয়াকত আলী-৬৮১ ভোট ও শ্রী জয়জিত আচার্য্য-৬৭১ ভোট পেয়ে সহকারী নির্বাচন কমিশনার পদে, মোহাম্মদ মিজানুর রহমান-৭৩৩ ভোট, রেদওয়ানুল ইসলাম-৫৫২ ভোট ও আবু ফাহাদ-৫৪৩ ভোট পেয়ে সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এবং সহ-সভাপতি-২ পদে কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় মো. মখলিছুর রহমান বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন।

এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে মো. আজিজুর রহমান এডভোকেট-১০৭৩ ভোট, আব্দুল গফফার এডভোকেট-১০৭৩ ভোট, মো. রাজ উদ্দিন এডভোকেট-৯০৯ ভোট, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) এডভোকেট-৮৫৭ ভোট, মো. আব্দুল ওদুদ এডভোকেট-৮৫০ ভোট, দীনা ইয়াছমীন এডভোকেট-৮২০ ভোট, মো. আব্দুল মান্নান চৌধুরী এডভোকেট-৮১১ ভোট, এ এস এমআব্দুল গফুর এডভোকেট-৮০৩ ভোট, জসীম উদ্দিন আহমদ এডভোকেট-৭৭৪ ভোট, মো. ওবায়দুর রহমান এডভোকেট-৭৫০ ভোট ও প্রদীপ কুমার ভট্টাচার্য এডভোকেট-৫৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচনী ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞ আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৩ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930