শিরোনামঃ-

» নিসচা সিলেট মহানগরের নতুন কমিটির পরিচিতি সভা

প্রকাশিত: ০২. জানুয়ারি. ২০২০ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ

নিসচা সিলেট মহানগর শাখার উদ্যোগে ২০২০-২০২১ সনের নবগঠিত কমিটির পরিচিত সভা ও কার্ড বিতরণ অনুষ্ঠান বুধবার (১ জানুয়ারি) রাত ৮টায় নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটা. এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এসএমপির উপ-পুলিশ কমিশনার ট্রাফিক ফয়সাল মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা মহানগর শাখার প্রধান উপদেষ্টা, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, উপদেষ্টা সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, উপদেষ্টা সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, উপদেষ্টা ও নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম মিশু, উপদেষ্টা সিলেট জেলা শাখার সাবেক সভাপতি নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল মাহমুদ বলেন- সড়ক দুর্ঘটনারোধে নিসচার কার্যক্রম সত্যিই প্রশংসার দাবি রাখে। সিলেট নগরীকে যানজটমুক্ত রাখতে এসএমপি ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি নিসচার সব ধরণের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ইলিয়াস কাঞ্চনের আন্দোলন আজ দেশের সর্বস্তরের জনগণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে।

নিসচা মহানগর শাখার প্রধান উপদেষ্টা, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিসচা কাজ করে যাচ্ছে।

নিসচার আন্দোলন এখন দেশের আনাচে-কানাচে পৌছে গেছে। সিলেট চেম্বার অব কমার্স এই আন্দোলনের সাথে একাত্মতা পোষন করে ও সব সময় পাশে থাকবে।

নিসচা সিলেট মহানগরের সদস্য হাফিজ এমাদ আহমদ রবির কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য রাখেন নিসচা সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিসচা সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ইমানুর রশিদ চৌধুরী, কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, আতিকুর রহমান খান মুন্না প্রমুখ।

সভায় নিসচা সিলেট মহানগর শাখার নবগঠিত কমিটির সকল সদস্যকে পরিচয় করিয়ে দেন উপদেষ্টা ও নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম মিশু।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬০ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930