শিরোনামঃ-

» “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০১৯ উদযাপন

প্রকাশিত: ০২. নভেম্বর. ২০১৯ | শনিবার

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবদের অগ্রণী ভূমিকা রাখতে হবে
: আজাদুর রহমান আজাদ

নিজস্ব রিপোর্টারঃ

‘‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট কল্যাণ সংস্থার আয়োজনে সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার সহযোগিতায় জাতীয় যুব দিবস ২০১৯ উদ্যাপন কমিটি সিলেট এর প্রচারণায় শুক্রবার (১ নভেম্বর) ‘‘জাতীয় যুব দিবস ২০১৯’’ উদযাপন করা হয়।

জাতীয় যুব দিবস ২০১৯ উপলক্ষ্যে সংবর্ধিত ব্যক্তিত্ব সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৮তে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বক্তব্যে বলেন- যুবরাই বাংলাদেশের প্রাণ শক্তি। তাঁদেরকে সঠিকভাবে পরিচালিত করা হলে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়া সময়ের ব্যাপার মাত্র।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুবদেরকে প্রশিক্ষিত যুব সম্পদে পরিণত করার জন্য আপ্রান প্রচেষ্ঠা অব্যাহত রেখেছে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবদেরকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।

সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত জুমআ’র বিরতি ছাড়া ধারাবাহিকভাবে কর্মসূচী অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচীর ১ম পর্বে বিভাগীয় যুব সমাবেশ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন, ২য় পর্বে শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে বর্ণাঢ্য যুব শোভাযাত্রা, ৩য় পর্বে সিকস’র অঙ্গ সংগঠন সিবিযুকস’র বিভাগীয় কমিটির শপথ অনুষ্ঠান।

শপথ বাক্য পাঠ করান সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের, ৪র্থ পর্বে জাতীয় যুব দিবস ২০১৯ উপলক্ষ্যে আলোচনা সভা, ৫ম পর্বে সিসিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদকে যুব সংবর্ধনা ও যুব সম্মাননা স্মারক প্রদান এবং আমন্ত্রিত অতিথি মাওলানা শাহীনূর পাশা চৌধুরী এডভোকেট (সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ-৩), মুশফিক জায়গীরদার (সাধারণ সম্পাদক, সিলেট মহানগর যুবলীগ), মিল্লাত আহমদ চৌধুরী (ভাইস চেয়ারম্যান, সিলেট সদর উপজেলা পরিষদ), আলহাজ্ব শহিদ আহমদ (চেয়ারম্যান, ৬নং টুকের বাজার ইউনিয়ন পরিষদ), আবুল কালাম আজাদ লায়েক (কাউন্সিলর, ৩ নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন), হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী (প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ), নাজমুল কবীর পাভেল (সভাপতি, সিলেট ফটো সাংবাদিক শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড), সৈয়দ আহমদ আলী ( যুগ্ম-আহ্বায়ক, সিলেট মহানগর জাতীয় পার্টি), আলতাফুর রহমান তাপাদার (প্রাক্তন প্রধান শিক্ষক, সৈয়দ জাহান সরকারী প্রাথমিক বিদ্যালয়, সিলেট সদর), আব্দুস সহীদ মাসুক (যুগ্ম-আহ্বায়ক, সিলেট জেলা শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল), বাউল বিরহী কালা মিয়া (গীতিকার, সুরকার ও কণ্ঠ শিল্পী, বাংলাদেশ বেতার ও টেলিভিশন), মো. আমিন আলী (সভাপতি, ইয়ং ব্রাদার্স ক্লাব, সিলেট) যুব সম্মাননা স্মারক প্রদান, ৬ষ্ঠ পর্বে বিভাগীয় সফল যুব সংগঠক পদক প্রাপ্ত মো. মহিবুর রহমান মুহিব, গোলাম কিবরিয়া হিমু ও সৈয়দ রাসেলকে সংবর্ধনা ও স্মারক প্রদান, ৭ম পর্বে সিলেট বিভাগের যুব সংগঠক ও আত্মকর্মীদের ‘‘জাতীয় যুব দিবস ২০১৯ পদক, যুব শুভেচ্ছা স্মারক ও সাংগঠনিক যুব সংগঠক পদক প্রদান করা হয়।

তন্মধ্যে যুবনেতা মো. ছুদরুল ইসলাম, মো. সুয়েব আহমদ, মিনহাজ মাহমুদ, এস.এম মোহন, এনায়েত হোসেন সাব্বির, মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান মিজান, জাতীয় যুব দিবস ২০১৯ উদ্যাপন কমিটি সিলেট এর আহ্বায়ক আলহাজ্জ মুখ্তার আহমেদ তালুকদার, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় যুব দিবস ২০১৯ সফলে মাঠ পর্যায়ে গৃহীত কর্মসূচী বাস্তবায়ন উপ-কমিটির আহ্বায়ক হুমায়ুন রশিদ চৌধুরী, সহ-সভাপতি মো. আজিজুর রহমান আজিজ, মো. তালেব হোসেন তালেব, মাওনালা এস এম এ গনি আজাদ, মো. তালেব হোসেন তালেব, শফি আহমদ খান, মো. নিয়াজ কুদ্দুছ খান, মো. মুখলিছুর রহমান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি সম্পাদক তজমুল খান সানী, ধর্ম সম্পাদক মো. নাজমুল হুসাইন, শৃংখলা উপ-কমিটির আহ্বায়ক এবাদ উল্লাহ, সদস্য মো. রফিকুল ইসলাম শিতাব, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, ইন্দ্রজ্যোতি পাল জীবন, আরিফুর রহমান মিসবাহ, নাহিদুল ইসলাম পারভেজ, মো. ইমাজ উদ্দিন, মো. রমজান আহমদ সাকিল, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশী প্রবাসী মো. ইসলাম উদ্দিন, সিলেট বিভাগের সাংগঠনিক যুবদের মধ্য থেকে মো. সানোয়ার হোসেন, হাবিবুর রহমান, মো. মীর ছাইফুল ইসলাম, সৈয়দ ইব্রাহিম, মো. মকবুল চৌধুরী, শ্রী বিজিত চন্দ, মো. মহসিন হোসেন চৌধুরী, মো. শরীফ আহমদ, মো. জাবীর হুসাইন চৌধুরী, মো. শফিকুল ইসলাম, মো. জমসের উদ্দিন, এস.এ.এন রাহিসহ ৩৬০ (তিনশত ষাট) জনকে বিভিন্ন পদকে সম্মাননা জানানো হয়।

জাতীয় যুব দিবস ২০১৯ উদ্যাপন কমিটি সিলেট এর আহ্বায়ক আলহাজ্জ মুখ্তার আহমেদ তালুকদারের সভাপতিত্বে সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় বিভাগীয় যুব সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি মো. তালেব হোসেন তালেব ও আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন হুমায়ুন রশিদ চৌধুরী।

দিনব্যাপী কর্মসূচীর ১ম পর্ব তালতলা পয়েন্ট, ২য় পর্ব বর্ণাঢ্য যুব শোভাযাত্রা তালতলা পয়েন্ট হতে শুরু হয়ে সুরমা মার্কেট পয়েন্ট, সিটি পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট, চৌহাট্ট পয়েন্ট হয়ে নগরীর দরগাহ্ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ পর্যন্ত অনুষ্ঠিত হয়। ৩য় পর্ব থেকে সমাপনী পর্ব কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে সম্পন্ন হয়।

দিনব্যাপী কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করেন ইন্দ্রজ্যোতি পাল জীবন, দিপক কুমার মোদক বিলু ও এবাদ উল্লাহ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৯ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031