শিরোনামঃ-

» বোয়ালজুড় বাজার বনিক সমিতির নির্বাচন নিয়ে মতবিনিময় ও নাগরিক সংলাপ

প্রকাশিত: ১৫. আগস্ট. ২০১৯ | বৃহস্পতিবার

বালাগঞ্জ প্রতিনিধিঃ
আগামী ১৮ আগষ্ট বোয়ালজুড় বাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও নাগরিক সংলাপ বুধবার (১৪ আগষ্ট) রাত ১০টায় বনিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার সিরাজুজ্জামান খান মঙ্গল এর সভাপতিত্বে ও সচিব ডা. আব্দুল জলিল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার বেলায়েত হোসেন বেলাল, রিয়াজ উদ্দিন, ময়নুল ইসলাম জানুর, সামাদুল ইসলাম, সমাজ সেবক জুনাব আলী, প্রবাসী আব্দুছ সামাদ জায়গীরদার, ব্যবসায়ী কবি জালাল আহমদ খালিছাদার, আব্দুস সামাদ, শেখ তোফায়েল আহমদ, আব্দুর রকিব জুয়েল, আনছার মিয়া প্রমূখ।

এতে পারিবারিক সমস্যার কারনে শাহ্ আব্দুল হামিদ উপস্থিত না থাকলেও সভাপতি পদে- মুফতি ‎মাহমুদ জায়গীরদার (চেয়ার), হেলালুজ্জামান বকুল (ছাতা), আখতার আহমদ (আনারস), সহ-সভাপতি ‎পদে- শহিদুল ইসলাম সুমন (বাঘ), আব্দুল কদ্দুছ লকুছ (চশমা)।

সাধারণ সম্পাদক পদে- আমিনুর রহমান আমিন (বাইসাইকেল), ‎নাজমূল হোসেন জায়গীরদার ফরহাদ (হরিন)।

সহ-সাধারণ সম্পাদক পদে- সাংবাদিক আব্দুস শহিদ (আম), অর্থ-‎পরিকল্পনা সম্পাদক পদে- আকিকুল ইসলাম খালিছাদার (বল), জুয়েল আহমদ খালিছাদার (ঘুড়ি), আদিল ‎আহমদ (মই)।

এ ব্লকে- কাউন্সিলর পদে- আনর মিয়া খালিছাদার (টেলিভিশন) জাহাঙ্গীর আলম বিজয় (মাইক), কানু বৈদ্য ‎‎দাগন (মাছ), আব্দুর রাজ্জাক (বালতী) আব্দুল আজিজ খালিছাদার (থালা-চাবি)।

বি ব্লকে কাউন্সিলর পদে- আব্দুছ ছবুর (মাইক), বকুল মিয়া (মাছ), জাহেদুর রহমান মুন্না (জগ) তছকির আলী (থালা-চাবি), সাহেদ আহমদ (কলস) তাদের নিজেদের নির্বাচনি প্রতিশ্রুতি তুলে ধরেন এবং ভেটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এদিকে সহ-সাধারণ সম্পাদক পদে সাংবাদিক মো. আব্দুস শহিদ এককভাবে মনোনয়নপত্র দাখিল করায় ‎এই পদে তিনি বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

প্রার্থীরা বাজারের বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে বলেন নির্বাচিত হলে বাজারের উন্নয়ন ও সমস্যা সমাধানের জন্য ব্যবসায়িদের নিয়ে কাজ করবেন। নাগরিক সংলাপে প্রার্থীদেরকে ভোটাররা বাজারের মাছ বাজারের আধুনিকায়ন ও সিসি ক্যামেরার আওতায় আনা যায় কিনা এমন প্রশ্নের উত্তরে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন নির্বাচিত হলে মাছ বাজারের আধুনিকায়নে যা যা করা প্রয়োজন সবই করা হবে সেই সাথে বাজারের চুরি ডাকাতি সহ নানা অনিয়ম ঠেকাতে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবেন বলে আশ্বস্হ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৬ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930