শিরোনামঃ-

» সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

প্রকাশিত: ০৪. আগস্ট. ২০১৯ | রবিবার

কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি : এম কাজী এমদাদুল ইসলাম

স্টাফ রিপোর্টারঃ

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হই। বর্তমান সরকার সবসময় কৃষি বান্ধব। কৃষকদেরকে ভর্তুকি দিয়ে কৃষিকাজে উৎসাহিত করছে। তিনি আরো বলেন, শুধু বীজ নয়। সার ও আধুনিক যন্ত্রপাতিতেও ভর্তুকি দিচ্ছে। সম্প্রতি বন্যায় যে ক্ষতি হয়েছে তা একটু হলেও এই বীজ এর মাধ্যমে কাটিয়েওঠা যাবে। তবে এবীজ গুলো নিয়ম মাফিক কাজে লাগাতে হবে।

রবিবার (৪ জুলাই) সকাল ১১ টায় শহরতলীর শাহ-খুররম ডিগ্রী কলেজ মাঠে সিলেট সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজত বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ ইউনিয়নের ১১ শত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, কৃষি উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন, শাহ-খুররম ডিগ্রী কলেজের অধ্যক্ষ কৃষ্ণা ভট্টাচার্য।

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, উপজেলা কৃষি অফিসার রাকিবুল হাসান, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, টুকেরবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ, প্রফেসর মোঃ কমর উদ্দিন, টুকেরবাজার ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, হাটখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মশাহিদ আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা হাজী আছন মিয়া, টুকেরবাজার ইউপি সদস্য গিয়াস উদ্দিন, কান্দিগাঁও ইউপি সদস্য কাছা মিয়া, জালালাবাদ ইউপি সদস্য গেদন মিয়া, শাবাজ আহমদ, হাটখোলা ইউপি সদস্য মবশির আলী, মোগলগাঁও ইউপি সদস্য মঈন উদ্দিন, সদর উপজেলা যুবলীগ নেতা জয়নাল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজাহান, যুবলীগ নেতা আব্দুল লতিফ প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৯৪ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031