শিরোনামঃ-

» বালাগঞ্জে ডি এন উচ্চ বিদ্যালয়ের মাঠের অবস্থা নাজুক; সংস্কারে নেই কোন উদ্যোগ

প্রকাশিত: ০১. জুলাই. ২০১৯ | সোমবার

বালাগঞ্জ প্রতিনিধি মোমিন মিয়াঃ
বালাগঞ্জ উপজেলা সদরের ডি এন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের অবস্থা দীর্ঘদিন থেকে নাজুক। এ মাঠ সংস্কারে তেমন কোন উদ্যােগ চোখে পড়েনি। বৃষ্টি হলেই ড্রেনেজ ব্যবস্থা ভাল না থাকায় পানি জমে থাকে অনেকদিন, সেই সাথে মাঠের দিকে তাকালে মাঠের কোন অস্তিত্ব খোঁজে পাওয়া যায় না চারিদিকে শুধু পানি আর পানি। হাঁসও এখানে সাঁতার কাটছে, পানিতে হাঁস সাতার কাটবেই এটাই স্বাভাবিক। কিন্তু এটি হচ্ছে বালাগঞ্জ উপজেলার প্রধান একটি খেলার মাঠ। এই মাঠে ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন ইভেন্টের খেলা সহ সরকারি সব ধরনের অনুষ্ঠান হয়।

মাঠে খেলাধুলা হবে এটাই স্বাভাবিক। সংকুচিত হয়ে পড়া বালাগঞ্জের এই মাঠ টা স্থানীয় কিশোরদের খেলার পরিচিত স্থান। দুর-দুরান্ত থেকে কিশোররাও খেলতে আসে বালাগঞ্জ সদরস্থ এ মাঠে। নিত্যদিন কিশোর, যুবরা ক্রিকেট ও ফুটবল খেলায় মত্ত থাকে। অথচ এখন এ মাঠ অবহেলিত।

যদিও এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীদের দাবি, দীর্ঘদিন যাবৎ মাঠে কোনো প্রকার সংস্কারকাজ হয়নি। এজন্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকও ব্যানার, ফেস্টুন নিয়ে আন্দোলন করেছেন সচেতন এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীরা। বালাগঞ্জ মাঠে ফুটবলের প্রচলনই বেশি। প্রায় প্রতি মাসে ফুটবল টুর্নামেন্ট হয়।

এ মাঠে খেলে প্রিমিয়ার ও জুনিয়র লীগে অনেক ফুটবলার প্রতিষ্ঠিত হয়েছেন। বালাগঞ্জ সরকারি ডি এন স্কুল পাশে থাকায় স্কুলপড়ুয়া ও ক্ষুদে বালকরা ক্রিকেট ও ফুটবল খেলে। মাঠের পশ্চিম দিকে সি এন জি ও বাস স্টেশন এবং বালাগঞ্জের প্রধান রাস্তা থাকায় সব সময় রাস্তা দিয়ে গাড়ি ও স্কুল কলেজের ছাত্র/ছাত্রী সহ সাধারন জনগণ যাতায়াত করে তাই একটি উঁচু দেওয়াল নির্মাণ করা অতি জরুরী।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব বলেন- মাঠে খুব দ্রæত কাজ করানো হবে ড্রেনের ব্যবস্থা করে পানি নিষ্কাশন করা হবে।

মাঠে অবশ্যই উন্নয়ন ও আধুনিকায়ন প্রয়োজন আর পশ্চিম দিকের দেয়ালের বিষয়টি অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৬ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930