- মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশ জাসদ সিলেট জেলা ও মহানগরের শ্রদ্ধা
- মহান স্বাধীনতা দিবসে বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলার শ্রদ্ধা
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিপিজেএ সিলেটের শ্রদ্ধা নিবেদন
- নাসীহা ফাউন্ডেশন এর কুরআন শিক্ষা কোর্সের ফলাফল ও পুরস্কার বিতরণ সম্পন্ন
- নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
- স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি সিলেট অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
- জৈন্তাপুরে পৃথক দোয়া ও ইফতার মাহফিলে মিফতাহ্ সিদ্দিকী
- দক্ষিণ সুরমার পশ্চিম ভাগ এলাকায় এম এ মালিকের পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ
- সিলেট স্টেশন ক্লাবের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
» জালালাবাদ থানা পুলিশিং সমাবেশে এসএমপি কমিশনার
প্রকাশিত: ১৪. অক্টোবর. ২০১৮ | রবিবার

জনগণের জানমালের নিরাপত্তা
দিতে পুলিশ বদ্ধপরিকর
স্টাফ রিপোর্টারঃ সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. গোলাম কিবরিয়া বলেছেন, দেশের মালিক জনগণ।
পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করে। তাদের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ বদ্ধপরিকার।
তিনি রবিবার (১৪ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
পুলিশ কমিশনার আরও বলেন- কিছু কিছু অপরাধ পুলিশের পক্ষে একা নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য পরিবারিক ও সামাজিক প্রতিরোধ সচেতনতা এবং প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
পুলিশ ও কমিউনিটি পুলিশিং এর যৌথ কার্যক্রমের ফলে সমাজে অপরাধ প্রবণতা এখন অনেকাংশে হ্রাস পেয়েছে বলে জানান তিনি।
ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি পুলিশিং তৎপরতা আরো বৃদ্ধি করার গুরুত্বারোপ করে তিনি বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম শক্তিশালী হলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ সহ অপরাধ প্রবণতা গজিয়ে উঠার সুযোগ পাবে না।
পুলিশ কমিশনার বলেন- দেশে একসময় পুলিশের জন্য বরাদ্দ ছিল ৮শ’ কোটি টাকা।
বর্তমান সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার ফলে জাতীয় বাজেটে এখন পুলিশের জন্য বরাদ্দ বেড়ে ১১ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। যার ফলে পুলিশের অবস্থান এখন অনেক বেশি শক্তিশালী।
গোলাম কিবরিয়া বলেন, সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে।
বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিলো বলে আজ তার কন্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
সর্বক্ষেত্রে দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন।
পুলিশ কোন অপরাধে জড়ালে ছাড় দেওয়া হবে না জানিয়ে পুশি কমিশনার বলেন- কোন পুলিশ সদস্য অপরাধ করলে বা অপরাধে সম্পৃক্ততা থাকলে কোনভাবে ছাড় দেওয়া হবে না। বিভাগীয় তদন্ত করে অপরাধ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার থেকে শুরু হওয়া শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন- ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতির সিলেটে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় এই উৎসব যেনো নির্বিঘ্নে পালন করতে তার জন্য আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
জালালাবাদ থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় শহরতলীর শরীফ কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (সদর, প্রশাসন) কামরুল আমীন, উপ-কমিশনার (ডিবি) ফয়সল মাহমুদ, উপ-কমিশনার (উত্তর) মো. সুহেল রেজা, বিপিএম, সিলেট জেলা পরিষদের সদস্য মোহাম্মদ শাহনূর, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরণ মিয়া, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ।
স্বাগত বক্তব্য দেন- জালালাবাদ থানা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক, মোগলগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাস মালিক সমিতি নেতা আব্দুর রউফ, জালালাবাদ থানার অন্তর্ভূক্ত কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন সুদীপ দে, ইউপি সদস্য আব্দুল মজিদ, আক্তার আহমদ, মহিউদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মোশাহিদ আলী, নজরুল ইসলাম নজু, ইউপি সদস্য আব্দুল মানিক, গিয়াস উদ্দিন, সাবেক ইউপি সদস্য মমতাজ বেগম প্রমুখ।
এর আগে পুলিশ কমিশনারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী বের হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৭৬ বার
সর্বশেষ খবর
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশ জাসদ সিলেট জেলা ও মহানগরের শ্রদ্ধা
- মহান স্বাধীনতা দিবসে বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলার শ্রদ্ধা
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিপিজেএ সিলেটের শ্রদ্ধা নিবেদন
- নাসীহা ফাউন্ডেশন এর কুরআন শিক্ষা কোর্সের ফলাফল ও পুরস্কার বিতরণ সম্পন্ন
- নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশ জাসদ সিলেট জেলা ও মহানগরের শ্রদ্ধা
- মহান স্বাধীনতা দিবসে বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলার শ্রদ্ধা
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিপিজেএ সিলেটের শ্রদ্ধা নিবেদন
- নাসীহা ফাউন্ডেশন এর কুরআন শিক্ষা কোর্সের ফলাফল ও পুরস্কার বিতরণ সম্পন্ন
- নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন