শিরোনামঃ-

» কান্দিগাঁও ইউনিয়নের মিরগাঁও এ আওয়ামীলীগেের জনসভা

প্রকাশিত: ১৩. অক্টোবর. ২০১৮ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক বলেছেন- স্বাধীন দেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সূযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে।

তার নেতৃত্বে ২০৪১সালে এদেশ একটি সূখি ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে।

বর্তমান সরকার এ দেশে মুক্তিযোদ্ধা ভাতা, বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্ব ভাতা চালু করে তাদের মুল্যায়িত করেছেন।

প্রতিটি উন্নয়ন সূচকে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক ক্ষেত্রেই এগিয়ে।

এই দেশকে আগে তলাবিহীন ঝুড়ি বা দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত দেশের মডেল বলে সমালোচনা করা হতো। সমালোচনাকারী সেই মহলটিই ভাষা ঘুরিয়ে এখন বলতে বাধ্য হচ্ছে, উন্নয়নের আদর্শ মডেল বাংলাদেশ। আগামীতে রয়েছে যার বিপুল সম্ভাবনা। আর বিশ্বব্যাপীই অনুকরণ করা হচ্ছে বাংলাদেশের উন্নয়ন কর্মসূচিও।

এ উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে আবারো নৌকাকে এগিয়ে নিতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে হবে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

তিনি শনিবার (১৩ অক্টোবর) জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ সরকারের বিগত দশ বছরের উন্নয়ন কর্মকাণ্ড জনসমক্ষে তুলে ধরার অংশ হিসেবে সিলেট সদর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ,তাঁতীলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারাভিযানের অংশ হিসেবে ৮নং কান্দিগাঁও ইউনিয়নের মিরগাঁও পয়েন্টে আয়োজিত বিশাল জনসভায় উপরোক্ত কথাগুলো বলেন।

কান্দিগাঁও ইউপি’র ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ছাত্রলীগ নেতা আব্দুল গফফারের পরিচালনায় প্রচারণা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগ নেতা ও জেলা বারের এপিপি এডভোকেট নুরে আলম সিরাজী, সিলেট জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহনুর, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমীর উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা, মোগলগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হিরন মিয়া,  কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাহিদ আলী, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, সদর উপজেলা যুবলীগ নেতা মুয়াজ্জিন হোসেন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক শাহজাহান কবীর, যুবলীগ নেতা কতুব উদ্দিন, নিজাম উদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগ নেতা ও শাহ খুররুম ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমীন, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, সুলতান আহমদ, ইউপি যুবলীগ নেতা এডভোকেট আব্দুল মুমিন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল বাসিত, উপজেলা যুবলীগ নেতা আনসার উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক ফয়সল আহমেদ, নূরল আমীন খুকু, সিনিয়র সদস্য আমিনূর রহমান আমীন, জামিল আহমদ, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুক্তাদির, আব্দুল মতলিব, আব্দুর রহিম, জহির উদ্দিন, আকাব উদ্দিন, এখলাছ মিয়া, আব্দুল জলিল, আব্দুল হামিদ, ওয়াহিদ আলী, সোহেল আহমদ, মুতিবুর রহমান, নূর ইসলাম, ময়নুল ইসলাম, হাফিজ আশফাক মিয়া, ক্বারী মোশাহিদ আলী আনসার, সুলেমান মিয়া, জিয়া উদ্দিন, আবু বক্কর, ওয়ার্ড যুবলীগ নেতা রুহুল আমীন, ইসলাম উদ্দিন,জেবেদ আলী, ইউসুফ আলী,আব্দুস সালাম বাহার উদ্দিন, দিলোয়ার, নূর আলী, লাল মিয়া, সাইফুর রহমান, আখদ্দুছ মিয়া, লুৎফুর রহমান, জমির আলী, আরিফ, রুবেল, ওয়াহিদ, সুমন, আফতাব আলী, নূর উদ্দিন, মুজিবুর রহমান, লিলু মিয়া, ময়না মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা কামাল আহমদ, জুয়েল আহমদ, ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫০ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31