শিরোনামঃ-

» যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন সিলেটে গ্রেফতার

প্রকাশিত: ০৪. সেপ্টেম্বর. ২০১৮ | মঙ্গলবার

প্রবাসী নেতাদের নিন্দা ও প্রতিবাদ

সিলেট বাংলা নিউজঃ সিলেট নগরীর খাসদবির এলাকা থেকে যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ন-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে নগরীর খাসদবির ইলাশকান্দি এলাকার উদয়ন ৪২নং বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। ঈদুল আযহা পালন করতে সম্প্রতি দেশে এসেছিলেন মামুন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) আবদুল ওয়াহাব।

তিনি বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শহীদুল ইসলাম মামুনকে গ্রেফতার করা হয়েছে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় শহীদুল ইসলাম মামুনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে যুক্তরাজ্য বিএনপি নেতা মামুনকে গ্রেফতার করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক শাকিরুল ইসলাম খান শাকিল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপি’র সভাপতি আহমেদ আলী মুকিব, বেলজিয়াম বিএনপি’র সভাপতি আহমেদ সাজা সাধারন সম্পাদক ইকবাল হোসেন বাবু, সিনিয়র যুগ্ম সম্পাদক আলম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী নুর শামীম, কাতার বিএনপি’র আহ্বায়ক শহীদুল ইসলাম সদস্য সচিব শরিফুল হক সাজু, জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, সাধারণ সম্পাদক গনি সরকার, যুগ্ম-সম্পাদক মুস্তাক খান, আয়ারল্যান্ড বিএনপি’র সভাপতি হামিদুল নাসির, ফিনল্যান্ড বিএনপি নেতা জামান সরকার মনির সহ নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, একজন প্রবাসী দেশে ঈদের ছুটিতে বেড়াতে আসছেন।

তাকে গ্রেফতার করা হল সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে।

এটি চরম প্রতিহিংসার রাজনীতি। আমরা সরকারকে অনুরোধ করবো এমন প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসুন। গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে দিন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫১৮ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031