শিরোনামঃ-

» সিসিক নির্বাচনে বেইমানদের রেহাই নেই : ওবায়দুল কাদের

প্রকাশিত: ৩০. আগস্ট. ২০১৮ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে যারা বেইমানী করেছেন তাদের রেহাই নেই। তাদের উপযুক্ত শাস্তি পেতে হবে। আমি সিলেটে কেবল ভাষণ দিতে আসি নাই, সিসিক নির্বাচন নিয়ে যে সকল অভিযোগ উঠেছে সেগুলোকে খতিয়ে দেখতে এসেছি।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকেলে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোকসভার প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।

সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

সদ্য সমাপ্ত সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পরাজিত হন।

অভিযোগ ওঠে আওয়ামী লীগের উল্লেখযোগ্য কয়েকজন নেতার বিরোধিতার কারণেই বদর উদ্দিন আহমদ কামরানকে পরাজিত হতে হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের মধ্যে এ অনৈক্য মেটাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিলেট সফরে এসেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর আগে এ শোকসভায় যোগ দিতে বৃহস্পতিবার (৩০ আগস্ট) বেলা ১টা ১০ মিনিটের দিকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদেরের সঙ্গে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, খালিদ আহমদ চৌধুরী ও এনামুল হক শামীম সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা বিমানযোগে সিলেট আসেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৬ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031