শিরোনামঃ-

» বালাগঞ্জে রান্না করা কোরবানির মাংসে আল্লাহু লেখা; এলাকায় চাঞ্চল্য

প্রকাশিত: ২৩. আগস্ট. ২০১৮ | বৃহস্পতিবার

মোমিন মিয়া, বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের আলাপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী  এক গৃহবধুর রান্না করা গরুর  মাংসে আল্লাহু  খচ্ছিত আরবি  লেখা ভেসে উঠেছে।

জানা যায় যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম পবিত্র ঈদুল আযহায় কোরবানি করার উদ্দেশ্যে ৮২ হাজার টাকায় একটি ষাঁড় ক্রয় করেন যথারীতি বুধবার (২২ আগস্ট) ঈদুল আযহায় কোরবানি করা হয়।
নিয়মানুযায়ী প্রতিবেশীদের মধ্যে মাংস বিতরন করে কিছু মাংস নজরুল ইসলামের ঘরে রান্না করা হয়। দুপুরে নজরুল ইসলামের যুক্তরাজ্য প্রবাসী স্ত্রী সাবানা বেগম খাবার গ্রহনকালে এক টুকরো মাংসে আরবীতে আল্লাহু  খচ্ছিত  লেখা ভেসে উঠতে দেখেন।
এ সময় আশ পাশের লোকজনকে দেখিয়ে নিশ্চিত হন। আল্লাহু লেখা বর্তমানে মাংসের টুকরো সংরক্ষনে রাখা হয়েছে।
এরপর বিষয়টি স্থানীয় আলাপুর নতুন জামে মসজিদের ইমাম মাওলানা মুসলেহ উদ্দিনকে জানানো হয়।
তিনি স্বচক্ষে দেখে মাংসখণ্ডে আরবি হরফে ‘আল্লাহ’ লিখা থাকার বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে আলাপকালে যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম জানান তিনি ৮২ হাজার টাকা দিয়ে কোরবানির এ গরুটি ক্রয় করেছিলেন। তার স্ত্রী শামীমা সুলতানা মধ্যাহ্নভোজের সময় কোরবানির মাংসের রান্না করা তরকারিতে আরবি হরফে ‘আল্লাহ’ লিখা একখন্ড মাংস দেখতে পান।
এরপর বিষয়টি প্রতিবেশী এবং গ্রামবাসীর মধ্যে জানাজানি হয়।
এ ব্যাপারে আলাপকালে আলাপুর নতুন জামে মসজিদের ইমাম মাওলানা মুসলেহ উদ্দিন, গ্রামের প্রবীণ মুরুব্বি ফারুক মিয়া প্রমুখ কোরবানির মাংসখণ্ডে আরবি হরফে ‘আল্লাহ’ লিখা রয়েছে বলে নিশ্চিত করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৭৯ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031