শিরোনামঃ-

» যুব সমাজ কে সুস্থ বিনোদনের দিকে নিয়ে আসতে হবে : এডভোকেট সামসুল ইসলাম

প্রকাশিত: ২৩. জুন. ২০১৮ | শনিবার

দিরাই প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ দিরাই শাল্লা আসনে আওয়ামীলীগ’র মনোনায়ন প্রত্যাশী সিলেট মহানগর আওয়ামীলীগ’র দপ্তর সম্পাদক সিলেট জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট সামসুল ইসলাম বলেছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এবারের বাজেটে বিশাল বরাদ্দ দেয়া হয়েছে।

ফুটবল খেলা আমাদের হাওড় পাড়ের অত্যান্ত জনপ্রিয় একটি খেলা। একসময় এলাকার  প্রতিটি গ্রামে গঞ্জে জৈষ্ট-আষাড় মাসে ফুটবলের আসর বসত কালের আবর্তে এসব হারিয়ে যাচ্ছে, আমাদের যুব সমাজ সুস্থ বিনোদন বিমূখ হয়ে অসুস্থ বিনোদনের দিকে ধাবিত হচ্ছে। যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার বিকল্প নেই।

তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন- আমি আশা করব এলাকার প্রতিটি গ্রামে গঞ্জে ফুটবল খেলার আয়োজন করে হাওড় পাড়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবে।

শুক্রবার (২২ জুন) বিকেলে দিরাই উপজেলার রনারচর গ্রামের মাঠে ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা শেষে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনোরঞ্জন দাসের সভাপতিত্বে ও চন্দ্র সেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, জেলা পরিষদের সদস্য নাজমুক হক, চরনারচর ইউপি চেয়ারম্যান রতন কুমার তালুকদার, রাজানগর ইউপি চেয়ারম্যান সৌম্য চৌধুরী, রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাদিকুর রহমান, সাধারন সম্পাদক গোলাপ মিয়া, সাংবাদিক খালেদ আহমদ, মানবাধিকার কমিশন সিলেট জেলা শাখার সহসভাপতি এনামুল হক লিলু, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু ছালিম, দিরাই উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জুনেদ আহমদ, রাজানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি নিহার চৌধুরী, কৃষকলীগ নেতা স্বপন মিয়া, ইউপি সদস্য অভিজিত তালুকদার, আখলাক হোসেন, রবিউল ইসলাম প্রমুখ।

পরে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭২ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031